হোম > খেলা > ক্রিকেট

ম্যাচ জয়ের কথা কল্পনাও করেননি তামিম 

ক্রীড়া ডেস্ক

টানা দুটি রোমাঞ্চকর জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। যেখানে চেমসফোর্ডে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডে যেন ‘থ্রিলার মুভি’।শেষ বলে নিষ্পত্তি হওয়া এই ম্যাচে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের কথা কল্পনাও করতে পারেননি তামিম ইকবাল।

বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে নামা আয়ারল্যান্ডের ৪১ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ২২৩ রান। ম্যাচের ভোল পাল্টানো শুরু হয় এর পর থেকেই। ৪২তম ওভারের পঞ্চম বলে হ্যারি টেক্টরকে ফিরিয়ে চতুর্থ উইকেটের ৭৯ রানের জুটি ভাঙেন। এরপর খুব দ্রুত মোস্তাফিজ আরও দুই উইকেট তুলে নেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আয়ারল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে করে ২৭০ রান। এমন রোমাঞ্চকর জয়ের কথা কল্পনাও করতে পারেননি তামিম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘যদি আমি বলি, আমার বিশ্বাস ছিল ম্যাচ জেতার তাহলে ভুল বলা হবে। একটা সময়ে আমি ধরেই নিয়েছিলাম ম্যাচ হাত ফসকে বেরিয়ে গেছে। কিন্তু যখন ক্যাম্ফার ও টাকারের উইকেট তুলে নিলাম, তখন বিশ্বাস করতে শুরু করলাম। বোলিং আক্রমণ ভালো হলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়।’ 

বাংলাদেশের এই রোমাঞ্চকর জয়ের দিনে রানে ফিরেছেন তামিম। ওয়ানডেতে টানা ৯ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন। ৮২ বলে ৬৯ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৫৬তম ফিফটি।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন