হোম > খেলা > ক্রিকেট

শাস্ত্রীকে সরিয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা সৌরভের

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতের কোচের দায়িত্বে নেই রবি শাস্ত্রী। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের দাবি, শাস্ত্রীকে প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। 

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে লতিফ জানান, কোচিং পদ থেকে শাস্ত্রীকে সরিয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল গাঙ্গুলির। শাস্ত্রীকে সরানোর প্রক্রিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ থেকে শুরু হয়েছিল। তাঁর দাবি, ‘অনিল কুম্বলেকে ভুলভাবে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সময়ই সবকিছু শুরু হয়েছিল। শাস্ত্রী সম্ভবত কোনো কোচিং প্রশিক্ষণ নেননি। তার পরও সরাসরি কোচ হিসেবে যোগ দেন তিনি। কুম্বলের টেস্ট উইকেট ছিল ছয় শতাধিক। তাঁর সঙ্গী ছিলেন গাঙ্গুলি ও দ্রাবিড়।’ 

কুম্বলে, গাঙ্গুলি ও দ্রাবিড় ত্রয়ী খুব শক্তিশালী জানিয়ে লতিফ আরও বলেন, ‘এই ত্রিমূর্তি শক্তিশালী হওয়ায় গাঙ্গুলি শাস্ত্রীকে বলেছিলেন—বস, চলে যাওয়ার সময় হয়েছে। শাস্ত্রী হয়তো কোচ হিসেবে চালিয়ে যাওয়ার কথাই ভেবেছিলেন। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা শুরু হয়েছিল টি-বিশ্বকাপের আগে থেকেই।’ 

ব্যক্তিগত আক্রোশের কারণে বিপদের মুখে ভারতীয় ক্রিকেট। নব্বইয়ের দশকে যেমনটা পাকিস্তান ক্রিকেটে হয়েছিল। লতিফ বলেন, ‘ব্যক্তিগত আক্রোশের প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেটে। নব্বইয়ের দশকের শুরুর দিকে পাকিস্তানের ক্রিকেটে যা হয়েছিল, এখন ভারতীয় ক্রিকেটে তেমনটাই ঘটছে।’ 

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন