হোম > খেলা > ক্রিকেট

কোহলিকে নিয়েই কি আমের পোস্ট দেওয়া, কী বলছেন আফগান পেসার

২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হয়েছে ৬ মাস পেরিয়ে গেছে। দরজায় কড়া নাড়ছে আরও এক আইপিএল। তবু নাভিন উল হক থাকলেই পুরোনো টুর্নামেন্টের প্রসঙ্গ (২০২৩ আইপিএল) চলে আসে আপনা আপনি। আফগান পেসারের সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলিও। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে ২০২৩ আইপিএলে খেলেছেন কোহলি। নাভিন খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে ১ মে আরসিবি-লক্ষ্ণৌ ম্যাচে কথা কাটাকাটিতে জড়ান নাভিন ও কোহলি। এরপর ৯ মে ওয়াংখেড়েতে হয়েছিল আরসিবি-মুম্বাই ম্যাচ। সেই ম্যাচ টিভিতে দেখছিলেন আর আম খাচ্ছিলেন নাভিন। ইনস্টাগ্রাম স্টোরিতে আফগান এই পেসার তখন লেখেন, ‘মিষ্টি আম।’ মুহূর্তেই তা ভাইরাল হলে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন এভাবে যে পোস্টটা হয়তো কোহলিকে উদ্দেশ্য করেই দেওয়া। 

প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও ‘মিষ্টি আমের’ প্রসঙ্গ এসেছে নাভিনের কাছে। লক্ষ্ণৌর ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে আফগান পেসার বলেন, ‘আম খাওয়ার কথা আমি ধাভাল ভাইকে (লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের টিম লজিস্টিকস)। সেই রাতেই তিনি আমের ব্যবস্থা করে ফেলেন। যখন আমরা গোয়া গিয়েছিলাম, তিনি আম কিনেছিলেন। টিভির সামনে বসে আম খাচ্ছিলাম। সেখানে কোনো ছবি বা কিছুই ছিল না (কোহলির)। মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড়েরা ছিল টিভিতে। তাই আমি ‘মিষ্টি আম’ লিখেছিলাম এবং অনেকে সেটা ভিন্নভাবে নিয়েছেন। তাই তখন কিছুই বলিনি। এড়িয়ে গেছি। তখন আমের মৌসুম চলছিল। আমি ভেবেছিলাম যদি মানুষের ব্যবসা একটু ভালো হয়।’ 

 ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে হয়েছিল ভারত-আফগানিস্তান ম্যাচ। সেই ম্যাচে ‘পুরোনো শত্রুতা’ ভুলেই যে বন্ধু হয়ে গেলেন কোহলি ও নাভিন। ম্যাচ চলাকালীন একে অপরে হাত ও বুকে বুক মিলিয়ে যেন হৃদয়ের কথা শুনলেন। কোহলির প্রশংসাও তখন করেছেন নাভিন। লক্ষ্ণৌর প্রকাশিত ভিডিওতে গতকাল বিশ্বকাপ চলাকালীন ঘটনার প্রসঙ্গেও কথা বলেছেন।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন