হোম > খেলা > ফুটবল

চেলসি ২-০ ম্যানচেষ্টার সিটি

ক্রীড়া ডেস্ক

ঢাকা: কী, শিরোনাম দেখে চমকে উঠলেন? ভাবছেন, কাল ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে চেলসি হারিয়েছে ২-১ গোলে! তাহলে স্কোর লাইন ২:০ হয় কীভাবে?

এপ্রিলে ওয়েমব্লিতে এফএ কাপের সেমিফাইনালে ১-০ গোলে জয়। আর কাল প্রিমিয়ার লিগে ২–১ গোলে জয়। সিটির মুখোমুখি সর্বশেষ দুটি ম্যাচই জিতে স্কোরলাইন ‘২–০’ করে ফেলেছে চেলসি। আর এতেই ম্যানচেস্টার সিটি যেন হয়ে উঠেছে চেলসির ‘প্রিয়’ প্রতিপক্ষ! আর দুটো জয়েই অবদান রয়েছে চেলসি মিডফিল্ডার হাকিম জিয়েখের। কালকের হারে সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়লেও চেলসির চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতিটা হয়েছে ভালোই।

কাল ইতিহাদে চেলসি-ম্যানসিটি ম্যাচটি ছিল এক অর্থে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। ৩০ মে ইস্তাম্বুলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এ দুই দল। কাল নিজেদের ঝালিয়ে নিতে লড়াইটা হয়েছে জমজমাট।

৪৪ মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে চেলসিকে ১–০ গোলে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই আগুয়েরোই মিস করেছেন সহজ একটি সুযোগ। পেনাল্টিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের পানেনকা শটটি সহজেই ঠেকিয়েছেন চেলসি গোলরক্ষক এদোয়ার্দ মেন্দি।

৬৩ মিনিটে চেলসিকে সমতায় ফিরিয়েছেন এফএ কাপ সেমিফাইনালের নায়ক হাকিম। আর কাল সিজার আজপিলিকুয়েতার সহায়তায় সরাসরি শটে সিটিজেনদের সমতায় ফেরান এই মিডফিল্ডার। ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে টিমো ভেরনারের পাস দেন বদলি খেলোয়াড় মার্কোস অ্যালোনসোকে। দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ মুহূর্তে দলকে জয় এনে দেন অ্যালোনসো।

কাল চেলসির বিপক্ষে ২-১ গোলে হারার পর পেপ গার্দিওলা হয়তো ভাবছেন, ‘ভাগ্যিস এটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ছিল না!’। কে বলতে পারে, এই হারটিই হয়তো ইস্তাম্বুলে প্রতিশোধ নিতে সাহায্য করবে সিটিজেনদের। তবে টানা দুই জয়ে মানসিকভাবে চাঙা হয়েই ফাইনালটা নামতে পারবে চেলসি।

মেসির ‘অশোভন আচরণ’ নিয়ে মেক্সিকোর ফুটবলারের ক্ষোভ

চ্যাম্পিয়নস লিগে নামার আগে রিয়ালের দুঃসংবাদ

বার্সেলোনাকে কি আজ হারাতে পারবে পর্তুগিজ ইগল

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

সেকশন