Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

এবারও নেই মেসি, বন্ধুর জোড়া গোলে মায়ামির উড়ন্ত জয়

ক্রীড়া ডেস্ক

এবারও নেই মেসি, বন্ধুর জোড়া গোলে মায়ামির উড়ন্ত জয়

ইন্টার মায়ামি একের পর এক ম্যাচ খেলছে। অথচ লিওনেল মেসির দেখা নেই। কারণ গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তিনি না খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত খেলছে মায়ামি।  

মেসিবিহীন মায়ামি গত ম্যাচেই এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে। বন্ধু লুইস সুয়ারেজ সিনসিনাটি এফসির বিপক্ষে গত সপ্তাহে করেছিলেন জোড়া গোল। এবারও দেখালেন একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ সুয়ারেজের জোড়া গোলে শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। 

মায়ামি আজ ২৫ মিনিটেই গোল উপহার পায় শিকাগোর কাছ থেকে। আত্মঘাতী গোল করেন শিকাগোর ডিফেন্ডার তোবিয়াস স্যালকুইস্ট। শিকাগোর উপহারের পর গোল করতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ২৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েই যেত মায়ামি। হুলিয়ান গ্রেসেলের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দেন সুয়ারেজ। দুর্ভাগ্যবশত সেটা বাড়ে গেলে প্রতিহত হয়। প্রথমার্ধ ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে। 

দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৬ মিনিটে ডিয়েগো গোমেজের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। নিজের দ্বিতীয় গোল সুয়ারেজ করেন ৬৫ মিনিটে। উরুগুয়ের এই ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। পিছিয়ে থাকা শিকাগো ব্যবধান কমায় ৮২ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড জর্জিয়স কুতসিয়াস। তিনি ম্যাচের ৬০ মিনিটে ক্রিস্টোফার ম্যাথু মুলারের পরিবর্তে নামেন। 

৩-১ গোলে এগিয়ে থাকা মায়ামি ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোলের দেখা পায়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোলটি করেন রবার্ট টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন লিওনার্দো কাম্পানা। সচরাচর মায়ামির শুরুর একাদশে থাকলেও আজ টেলর খেলেছেন বদলি হিসেবে। গোমেজের পরিবর্তে অতিরিক্ত সময়ের ১ মিনিটে টেলর নেমেছেন মাঠে। 

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু