হোম > খেলা > ফুটবল

জাভির চেয়ে নিজেকে যেখানে এগিয়ে রাখছেন এনরিকে

ক্রীড় ডেস্ক 

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি বার্সেলোনা ও পিএসজি। ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় দুই দলের লড়াইয়ের আগে ফুটবলপ্রেমীদের চোখের সামনে ২০১৭ সালে টুর্নামেন্টের শেষ ষোলোয় বার্সেলোনার প্রত্যাবর্তনের অসাধারণ গল্প। 

প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরেছিল কাতালান দলটি। সবাই যখন ধরেই নিয়েছিলেন বিদায় নিতে যাচ্ছে বার্সা, তখনই তারা ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় লেগ জিতেছিল ৬-১ গোলে। 

মজার ব্যাপার, সেই সময় বার্সেলোনার ডাগআউটে ছিলেন যিনি, সেই লুইস এনরিকেই এখন পিএসজির কোচ। তাই বার্সার খেলার ধরন এবং ফুটবল দর্শন সম্পর্কে তাঁর চেয়ে ভালো আর কে জানে! 

লুইস এনরিকে তো দাবিই করে বসলেন, বার্সার বর্তমান কোচ জাভি হার্নান্দেজের চেয়েও বার্সার দর্শনকে বেশ ধারণ করেন! প্যারিসের ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে পিএসজি কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল বার্সেলোনার ফুটবল-দর্শন কে বেশি ধারণ করেন, তিনি নাকি জাভি? এনরিকের উত্তর, ‘সন্দেহাতীতভাবে আমি। আপনারা পরিসংখ্যান দেখুন। বলের দখল, গোলের সুযোগ তৈরি করা, হাই প্রেস ফুটবল কিংবা ট্রফির সংখ্যা—সবকিছুই দেখুন। এটা কোনো মতামত নয়। তথ্য-উপাত্ত তো আপনাদের সামনেই।’ 

বার্সেলোনার দর্শন বেশি ধারণ করা লুইস এনরিকের দাবির কথা তোলা হয় জাভির সংবাদ সম্মেলনে। তবে এই প্রসঙ্গে জাভির মুখ থেকে যাঁরা বিস্ফোরক কথার আশায় ছিলেন, তাঁদের হতাশ করেছেন বার্সা কোচ। দক্ষ কূটনীতিকের মতো উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগে এখনো চারজন কোচ আছেন, বার্সেলোনার দর্শন যাঁরা ধারণ করেন। তাই এনরিকের দাবি নতুন কিছু মনে হয়নি জাভির কাছে।

একসময়ের সতীর্থ ও গুরু এনরিকের সম্পর্কে তাঁর ভালো সম্পর্কেও কথাও মনে করিয়ে দিয়েছেন জাভি, ‘আমার সঙ্গে তার ভালো সম্পর্ক। আমি ওকে শ্রদ্ধা করি।’ আর ডাগআউটের প্রতিপক্ষ হিসেবে জাভি এনরিকের মূল্যায়ন করলেন এভাবে, ‘ও বিশ্বের সেরা কোচদের একজন এবং এমন একটা দলে আছে, যারা চ্যাম্পিয়নস লিগ জিততে পারে।’

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন