হোম > খেলা > ফুটবল

অবশেষে ভাঙল রোনালদোর ২০ বছরের পুরোনো রেকর্ড

ক্রীড়া ডেস্ক

রেকর্ড তো গড়াই হয় রেকর্ড ভাঙার জন্য। বেশির ভাগ ক্ষেত্রে আজ যে রেকর্ড গড়া হয়, সেটা চিরস্থায়ী হয় না। দেরিতে হলেও কোনো না কোনো দিন ঠিকই ভেঙে যায়। ক্রিস্টিয়ানো রোনালদোর বহু পুরোনো এক রেকর্ড ভেঙে দিলেন স্পেনের তরুণ ফুটবলার ল্যামিন ইয়ামাল। 

স্পেন, জার্মানি—দুটি দলই অপরাজিত থেকে গত রাতে স্টুটগার্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে। লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে, সেটা জানা ছিল সবারই। প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারছিল না। ৫১ মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন দানি অলমো। তাতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ইয়ামাল। ১৬ বছর বয়সী স্প্যানিশ এই ফরোয়ার্ড এবারের ইউরোতে করেছেন ৩ অ্যাসিস্ট। বয়সের হিসেবে সবচেয়ে কম বয়সে এক ইউরোতে বেশি অ্যাসিস্টের কীর্তি গড়েন তিনি। এর আগে ২০০৪ ইউরোতে ২ অ্যাসিস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের বয়স তখন ছিল ১৯ বছর। 

নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। অতিরিক্ত সময়ে গড়ালেও কেউ লক্ষ্যভেদ করতে পারছিল না। অবশেষে ১১৯ মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডার মিকেল মেরিনো। অলমোর ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন মেরিনো। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে স্পেন। ৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন-ফ্রান্স। ম্যাচটি হবে আলিয়াঞ্জ অ্যারেনায়। ইয়ামালের কাছে সুযোগ থাকছে রেকর্ডটি আরও সমৃদ্ধ করার। 

রোনালদোর পর্তুগাল গত রাতে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। হামবুর্গের ভক্সপার্ক স্টেডিয়ামে ফ্রান্স-পর্তুগাল ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল মূল ম্যাচ। ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে গড়ালে ৫-৩ গোলে জেতে ফ্রান্স। ম্যাচ শেষে রোনালদো ছিলেন অশ্রুসিক্ত। একই সঙ্গে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের এটাই ছিল ইউরোর শেষ ম্যাচ।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন