হোম > খেলা > ফুটবল

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক    

৮৪ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল। ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।

মৃত্যুকালে ডেনিস লর বয়স হয়েছে ৮৪ বছর। স্কটল্যান্ডের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ৩০ গোল। স্কটল্যান্ডের সর্বকালের শীর্ষ গোলদাতাদের মধ্যে একজন। ক্যারিয়ারে তিনবার ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি হয়েছিলেন ডেনিস। তার ক্যারিয়ারে তিনবার তাঁকে ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি করা হয়েছিল।

২০২১ সালে তার আলঝেইমার রোগ এবং ভাসকুলার ডিমেনশিয়া ধরা পড়ে। তাঁর পরিবার এক বিবৃতিতে দিয়ে বলেছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে আমাদের বাবা ডেনিস ল’ দুঃখজনকভাবে মারা গেছেন। তিনি কঠিন এক যুদ্ধ করেছিলেন, কিন্তু অবশেষে শান্তি পেয়েছেন।’

ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে ক্লাবের সবাই ‘স্ট্রেটফোর্ড এন্ডের কিং’-এর মৃত্যুতে শোকাহত। তিনি ক্লাবের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের একজন হিসেবে চিরকাল উদ্‌যাপিত হবেন। তার দক্ষতা, উদ্যম এবং খেলার প্রতি ভালোবাসা তাঁকে এক প্রজন্মের নায়কে পরিণত করেছিল। ডেনিসের পরিবার এবং তার অসংখ্য বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা। তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে।

স্কটল্যান্ড জাতীয় দল ডেনিসকে ‘প্রকৃত মহান’ আখ্যা দিয়ে বলেছে, আমরা তার মতো আর কাউকে দেখব না। ১৯৬৪ সালে ম্যানইউতে থাকাকালীন ব্যালন ডি’অর জেতেন ডেনিস ল।

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

‘মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করাটা বোকামি’

সেকশন