হোম > খেলা > ফুটবল

মেসির এক গোলে দুই রেকর্ড

ক্রীড়া ডেস্ক

গেল মৌসুমটা ভালো কাটেনি লিওনেল মেসির। বাদ পড়েছেন ২০০৫ সালের পর প্রথমবারের মতো ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা থেকেও। তবে নতুন মৌসুম দুর্দান্ত শুরু করেছেন খুদে জাদুকর মেসি। এবারের চ্যাম্পিয়নস লিগে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন তিনি। গতকাল ম্যাকাবি হাইফার বিপক্ষে এক গোল করে দুই রেকর্ড গড়েছেন ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগে। তাঁর রেকর্ডের দিনে পিএসজিও জয় পেয়েছে ৩-১ গোলে। বাকি গোল দুইটি করেছেন তাঁর দুই সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও নেইমার।

প্রথমবারের মতো কোনো ইসরায়েলের ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন মেসি। দেশটির ক্লাব ম্যাকাবি হাইফার বিপক্ষে প্রথম ম্যাচে গোল পেয়েছেন তিনি। তাঁর ৩৭ মিনিটে করা গোলটি ছিল দলের সমতা সূচক গোল। এ গোল দিয়েই তিনি চ্যাম্পিয়ন লিগে দুই রেকর্ড গড়েছেন। এবারের চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি করে তিনি ছাড়িয়ে গেছেন গ্রহের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। 

প্রথমটি হচ্ছে, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগে সর্বোচ্চ ৩৯টি দলের বিপক্ষে গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা। এ ম্যাচের আগে পর্তুগীজ তারকা রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ৩৮টি দলের বিপক্ষে গোল করে। এ মৌসুমে যেহেতু সিআর৭ চ্যাম্পিয়নস লিগে খেলতে পারছেন না সেহেতু নিশ্চিতভাবেই এ রেকর্ডে মেসির অধিকারে থাকছে।

দ্বিতীয় রেকর্ডটিতেও সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি অরের মালিক মেসিই বিশ্বের প্রথম খেলোয়াড় যিনি টানা ১৮ চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন। তিনি এ দিন ফ্রান্স তারকা করিম বেনজামাকে পেছনে ফেলেছেন। টানা ১৭ চ্যাম্পিয়নস লিগে গোল করে দ্বিতীয় স্থানে আছেন বেনজামা। মেসিকে অবশ্য ছোঁয়ার সুযোগ পাবেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে চোটে পড়ে বর্তমানে দলের বাইরে আছেন। চোটমুক্ত হয়ে তিনি ফিরে এসে গোল পেলেই সাবেক বার্সা তারকার রেকর্ডে আবারো ভাগ বসাতে পারবেন। আর এ তালিকার তৃতীয় স্থানে আছেন রোনালদো। তিনি টানা ১৬ চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন।

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

সেকশন