হোম > খেলা > ফুটবল

অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত বরুসিয়ার নতুন স্ট্রাইকার হলার

এবারের দলবদলের বাজারে নিজেদের আক্রমণভাগের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ডকে বিক্রি করে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। তাঁর ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দলটি ভিড়িয়েছিল সেবাস্তিয়ান হলারকে। আইভরি কোস্টের ফুটবলার নতুন মৌসুমে আক্রমণভাগের নেতৃত্ব দেবেন, এমন আশাই করেছিল ডর্টমুন্ড। কিন্তু শুরুর আগেই ধাক্কা খেল জার্মান ক্লাবটি। সেবাস্তিয়ান হলার অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত বলে এক বিবৃতিতে জানিয়েছে ডর্টমুন্ড। 

জার্মান জায়ান্টরা বর্তমানে প্রাক-মৌসুমের প্রস্তুতি সারতে সুইজারল্যান্ডে অনুশীলন করছেন। মঙ্গলবার সকালে দলের সঙ্গে অনুশীলনের সময় হলার অসুস্থ বোধ করলে তাঁকে মেডিকেলে ভর্তি করানো হয়। পরে তাঁর প্রাথমিক পরীক্ষায় অণ্ডকোষে ক্যানসার ধরা পড়ে। 

ইতিমধ্যে হলারকে ডর্টমুন্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে সার্বিক পরীক্ষা-নিরীক্ষার জন্য। ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক সেবাস্তিয়ান কেল বলেছেন, ‘খবরটি তাঁর ও আমাদের জন্য ধাক্কা হয়ে এসেছে। ডর্টমুন্ড পরিবার আশা করছি, হলার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অতি দ্রুত যেন একসঙ্গে আবার আলিঙ্গন করতে পারি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে ও সেরা চিকিৎসাটা পায়।’

গত মৌসুমে হলার খেলেছেন আয়াক্সের হয়ে। ডাচ ক্লাবটির হয়ে বেশ আলো ছড়িয়েছেন তিনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে। ৮ ম্যাচে করেন ১১ গোল। ২৮ বছর বয়সী ফুটবলারের এমন নজরকাড়া পারফরমেন্সে মুগ্ধ হয়েই তাঁকে কিনেছিল ডর্টমুন্ড। কিন্তু দলটির হয়ে খেলতে নামার আগেই বড় দুঃসংবাদ শুনলেন সাবেক আয়াক্স ফুটবলার।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল