হোম > খেলা > ফুটবল

লিভারপুলের জয়ে সালাহর ‘সেঞ্চুরি’

লিভারপুলের জয়ে দুর্দান্ত এক মাইলফলক গড়েছেন তারকা খেলোয়াড় মোহামেদ সালাহ। আজ লিডসের মাঠে ৩-০ গোলের জয়ে প্রথম গোলটি করেন সালাহ। আর এই গোলে প্রিমিয়ার লিগে ৩০ তম খেলোয়াড় হিসেবে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই মিসরীয় তারকা। অল রেডদের হয়ে বাকি দুই গোল করেন ফাবিনিও ও সাদিও মানে। 

লিডসের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল লিভারপুল। ৫৬ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নিয়ে প্রথমার্ধেই প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় অ্যানফিল্ডের দলটি। তবে একের পর আক্রমণের পরও প্রথমার্ধে একটির বেশি গোল পায়নি লিভারপুল। ম্যাচের ২০ মিনিটে গোল করে নতুন মাইলফলক গড়েন সালাহ। আলেক্সান্ডার আরনল্ডের সহায়তায় নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এই তারকা খেলোয়াড়। 

২ মিনিট পর আবার লক্ষ্যভেদ করে লিভারপুল। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় এই গোল। দ্বিতীয় গোল না পেলেও আক্রমণের ধার কমায়নি লিভারপুল। তবে প্রথমার্ধে আর কোনো গোল পাওয়া হয়নি। 

বিরতির পরও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে লিভারপুল। আক্রমণের ধারায় ৫০ মিনিটে দ্বিতীয় গোলও পেয়ে যায় অ্যানফিল্ডের দলটি। কর্নার থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ফাবিনিও। ম্যাচের ৬০ মিনিটে লিভারপুল তারকা হার্ভে এলিয়টকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন লিডসের পাসকাল এস্ট্রুইক। ১০ জনের লিডসকে এরপর আরও চেপে ধরে লিভারপুল। যোগ করা সময়ে আরও এক গোল করে লিভারপুলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন সাদিও মানে। 

এ জয়ে ৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ১০। লিভারপুলের সমান পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিরও। 

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল