কোচদের সিদ্ধান্তে খেলোয়াড়েরা অসন্তোষ প্রকাশ করেন বিভিন্নভাবে। গতকাল ন্যু ক্যাম্পে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের সিদ্ধান্তে হতাশ হয়ে চেয়ারে ঘুষি মারেন রাফিনহা। এরপর অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার।
ন্যু ক্যাম্পে ইউরোপা লিগে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের বিপক্ষে ৮৩ মিনিটের সময় রাফিনহাকে উঠিয়ে নেন জাভি। রাফিনহার পরিবর্তে ফেরান তোরেসকে মাঠে নামান বার্সা কোচ। ডাগআউটে গিয়ে চেয়ারে ঘুষি মারেন রাফিনহা। পরে নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ব্রাজিলের এই রাইট উইঙ্গার বলেন, ‘আমি জাভির সঙ্গে কথা বলেছি। কোচ, ফেরান, দল, ভক্ত-সবার কাছেই ক্ষমা চাচ্ছি। তবে মাঝেমধ্যে এমন ঘটনা ঘটে যে মেজাজ নিয়ন্ত্রণ করা যায় না।’
ইউনাইটেডের বিপক্ষে গতকাল ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। বার্সার দুটো গোলেই অবদান রেখেছেন রাফিনহা। ৫০ মিনিটে ব্রাজিলিয়ান এই ফুটবলারের অ্যাসিস্টে গোল করেন মার্কোস আলোনসো। এরপর ৭৬ মিনিটে ব্রাজিলিয়ান এই রাইট উইঙ্গারের গোলে সমতায় ফেরে কাতালানরা।