হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার কাছে হারের পরই কেন গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান

আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকার শিরোপা খোয়ানোর পর এমনিতেই হতাশ কলম্বিয়া ফুটবল দল। সেই হারের ক্ষতে প্রলেপ লাগাতে না লাগাতেই আরও একটি দুঃসংবাদ পেল কলম্বিয়া। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধানকে ছেলেসহ গ্রেপ্তার করেছে ইন্টার মায়ামি পুলিশ। 

কলম্বিয়ার ফুটবলপ্রধান র‍্যামন জেসুরুন ও র‍্যামন জামিলকে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর কারণে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসিকে পাঠানো এক চিঠিতে মায়ামি ডেড পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে যে হার্ডরক স্টেডিয়ামে খেলা শেষেই গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনকে। হেসুরুন ও তাঁর ছেলে যখন ম্যাচের পর মাঠে ঢুকতে যান, তখনই আটকে দেন নিরাপত্তাকর্মীরা। পুলিশের মতে, দেরির কারণে দুজনেই প্রচণ্ড বিরক্ত হয়ে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে তর্ক জুড়ে দেন। এ সময় এক নিরাপত্তারক্ষী র‍্যামনের ছেলের বুকে হাতের তালুর মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ব্যাপারটি র‍্যামন ও তাঁর ছেলে দুজনের কেউই মেনে নিতে পারেননি। র‍্যামন তখন নিরাপত্তাকর্মীকে ধাক্কা মারেন। এরপর র‍্যামনের ছেলে সেই নিরাপত্তাকর্মীকে ঘাড় ধরে নিচে ফেলে ঘুষি মারেন। তবে র‍্যামন অথবা তাঁর ছেলে কেউই কোনো মন্তব্য করেননি। 

মায়ামি হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল এমনিই ছিল ঘটনাবহুল, যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা উচ্ছৃঙ্খল দর্শকদের কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়া। ম্যাচ শুরুর আগে নিরাপত্তাবেষ্টনী টপকে অনেকে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তুমুল বাকবিতণ্ড হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন। 

বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপার শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু হয়েছিল ৭টা ২০ মিনিটে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হলে গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২ মিনিটে লাওতারো মার্তিনেজ ম্যাচে প্রথম গোল করেন। ১-০ গোলে জিতে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখল আর্জেন্টিনা। অন্যদিকে টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া ধাক্কা খেল ফাইনালে এসেই। 

আরও পড়ুন:

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন