হোম > খেলা > ফুটবল

ম্যারাডোনা ট্রফি জয়ী রোনালদোর সামনে সুযোগ আরও পুরস্কার জেতার 

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক বা ক্লাব ফুটবল-সব জায়গাতেই দলের জয়ে অবদান রাখছেন তিনি। স্বাভাবিকভাবেই জিতে চলেছেন একের পর এক পুরস্কার। 

আল নাসর ও পর্তুগালের জার্সিতে ২০২৩ সাল দুর্দান্ত কাটিয়েছেন রোনালদো। সব মিলে গত বছর সর্বোচ্চ ৫৪ গোল করেন তিনি। বছরের শেষটাও হয়েছে স্মরণীয়। গত বছরের ৩০ ডিসেম্বর সৌদি প্রো লিগে দুর্দান্ত এক গোলে। আল তায়ুনের বিপক্ষে ৪-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করেন তিনি। ২০২৪-এর প্রথম দিনই জিতেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) সেরা গোলদাতার পুরস্কার। সেই পুরস্কার জেতার এক সপ্তাহ পর এবার জিতলেন ম্যারাডোনা পুরস্কার। আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার নামে পাওয়া পুরস্কার গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই। 

রোনালদো গত বছর যে ৫৪ গোল করেছেন, তার মধ্যে ৩৪ গোলই আল নাসরের জার্সিতে। সৌদি ক্লাবের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়, ভক্তদের প্রিয় খেলোয়াড়-এসব পুরস্কার জয়ের সুযোগও রয়েছে রোনালদোর। পর্তুগিজ তারকা ফুটবলারের এস পুরস্কার জয়ের সুযোগ থাকছে ১৯ জানুয়ারি হতে যাওয়া দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডসে। পাম জুমেইরায় দুবাই আতলান্তিস রিসোর্টে হবে এই
অনুষ্ঠান। ফ্রান্সেস্কো টট্টি, ইকার ক্যাসিয়াস, মার্সেলো লিপ্পি, লুইস ফিগোর মতো তারকারা গ্লোব সকারের অফিসিয়াল বিচারক হিসেবে থাকবেন। 

গত বছরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর পর এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন। এমবাপ্পে, কেইন—দুজনেই করেছেন ৫২ গোল। এমবাপ্পে ও কেইন খেলেছেন পিএসজি ও বায়ার্ন মিউনিখের হয়ে। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স ও ইংল্যান্ডের জার্সিতে খেলেন এমবাপ্পে ও কেইন। অন্যদিকে ৫০ গোল করেন আর্লিং হালান্ড। ক্লাবে তাঁর দল ম্যানচেস্টার সিটি ও আন্তর্জাতিক ফুটবলে খেলেন নরওয়ের হয়ে।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি