ক্রীড়া ডেস্ক
সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে সাত গোল, রিয়াল মাদ্রিদের হয়ে কি দুর্দান্ত মৌসুমই না শুরু করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যেই এল দুঃসংবাদ। চোটে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ফরাসি ফরোয়ার্ড। স্প্যানিশ সংবাদমাধ্যমে এমনটাই বলা হয়েছে।
রিয়ালের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করেছেন এমবাপ্পে। লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে বাঁ-পায়ে চোট পেয়েছেন তিনি। এই ম্যাচেও করেছেন একটি গোল। ৮০ তম মিনিটে ঊরুর অস্বস্তি নিয়ে ছাড়েন মাঠ। ম্যাচটি ৩-২ গোলে জেতে রিয়াল।
এমবাপ্পের চোট প্রসঙ্গে রিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে, রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসের মাধ্যমে এমবাপ্পের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তার বাঁ পায়ের বাইসেপস ফেমোরিতে চোট ধরা পড়েছে। অন্তত তিনটি ম্যাচ এমবাপ্পেকে না পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আগামী রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এমবাপ্পের খেলা হচ্ছে না, এটা একরকম নিশ্চিতই বলা যায়। গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা খেলোয়াড়কে না পাওয়া কার্লো আনচেলত্তির জন্য কিছুটা অস্বস্তিরও। এমনিতেই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে, অর্থাৎ রিয়াল ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগের টেবিলের দুই নম্বরে আছে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।