হোম > খেলা > ফুটবল

মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ১০৩৪ শতাংশ বাড়ল

নিজের ভবিষ্যৎ গতকাল ঠিক করেছেন লিওনেল মেসি, ইন্টার মিয়ামিতে খেলতে যাওয়ার ঘোষণা দিয়ে। আর্জেন্টাইন তারকার ঘোষণার মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)।

মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম এক লাফে ১০৩৪ শতাংশ বেড়ে গেছে। তাঁর মতো কিংবদন্তিদের ক্ষেত্রে অবশ্য এটা স্বাভাবিকই। আনুষ্ঠানিক চুক্তির পর এমএলএসে আরও অনেক কিছুই ঘটবে। টিকিটের দাম বাড়ার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন টিকপিকের কাইল জর্ন।

টিকপিক হচ্ছে নিউইয়র্কের টিকিট নিয়ন্ত্রণকারী অনলাইন প্ল্যাটফর্ম। তারই ব্র্যান্ড ম্যানেজার জর্ন বলেছেন, ‘মেসির ঘোষণার পর থেকেই ইন্টার মিয়ামির ম্যাচের টিকিটের দাম বাড়ছে। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি মিয়ামির হয়ে যতবার খেলবেন, ততবার টিকিট বিক্রির নতুন রেকর্ড হবে।’

আশা করা হচ্ছে, আগামী ১ জুলাই আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির খেলোয়াড় হবেন মেসি। কেননা, ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে এখনো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর চুক্তি রয়েছে। আর সবকিছু ঠিক থাকলে ২১ জুলাই মায়ামির হয়ে অভিষেক হবে বিশ্বকাপজয়ী অধিনায়কের।

সেই ম্যাচের টিকিটের দাম মঙ্গলবার পর্যন্ত ছিল বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। বর্তমানে সেই টিকিটের দাম এখন ৩৫,৫৪৪ টাকা। সেদিন ঘরের মাঠ ড্রাইভ পিংক স্টেডিয়ামে ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মিয়ামি।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি