হোম > খেলা > ফুটবল

২৪-এই ফুটবল থেকে অবসর

ফুটবলারদের সেরা ফর্মটাই নাকি আসে ২২ বছর থেকে ২৮ বছরের মধ্যে। সে হিসেবে ক্যারিয়ারের সেরা সময়েই ছিলেন এই ফুটবলার। কিন্তু এ সময়েই অবসর নিতে হলো ইনক এমওয়েপুকে।

জাম্বিয়ান ফুটবলারকে ২০ মিলিয়ন পাউন্ডে এক বছর আগের সামার ট্রান্সফারে দলে ভিড়িয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। অস্ট্রিয়ান ক্লাব রেডবুল সালজবুর্গে দারুণ ফর্মে থাকার ফল হিসেবেই প্রিমিয়ার লিগে আলো ছড়াতে চলে এসেছিলেন এমওয়েপুকে। এক বছর ধারাবাহিকতাই দেখাচ্ছিলেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলছিলেন নিয়মিতই। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না।

জাতীয় দল জাম্বিয়ার হয়ে ম্যাচ খেলতে মালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এমওয়েপু। বিমানে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চার দিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আবারও স্বাস্থ্য পরীক্ষা করান এই ফুটবলার। তখনই ধরা পড়ে তার হৃদ্‌যন্ত্রের অবস্থা অত্যন্ত নাজুক। চিকিৎসকেরা একমাত্র পথ হিসেবে ফুটবল খেলা বন্ধু করে দেয়ার পরামর্শ দিয়েছেন। তাই বাধ্যতামূলক অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাইটনের এই ফুটবলার।

অফিশিয়াল ঘোষণায় ক্লাব বলেছেন, দুঃখজনক হলেও সত্য যে খেলার মাধ্যমে তার হৃদ্‌যন্ত্রের অবস্থা আরও আশঙ্কাজনক হতে পারে তাই একমাত্র পথই খোলা রয়েছে। তার শারীরিক নিরাপত্তার কথা বিবেচনা করে ফুটবল খেলা এখানেই সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে হৃদয়বিদারক এক সমাপ্তির ঘোষণা দিয়েছেন ব্রাইটন ও জাম্বিয়ার ফুটবলার ইনক এমওয়েপু। গত বছর হৃদ্‌যন্ত্রের সমস্যার জন্য আরও খেলার ইচ্ছা থাকলেও অবসর নিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও কুন আগুয়েরো। 

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি