হোম > খেলা > ফুটবল

২৪-এই ফুটবল থেকে অবসর

ক্রীড়া ডেস্ক

ফুটবলারদের সেরা ফর্মটাই নাকি আসে ২২ বছর থেকে ২৮ বছরের মধ্যে। সে হিসেবে ক্যারিয়ারের সেরা সময়েই ছিলেন এই ফুটবলার। কিন্তু এ সময়েই অবসর নিতে হলো ইনক এমওয়েপুকে।

জাম্বিয়ান ফুটবলারকে ২০ মিলিয়ন পাউন্ডে এক বছর আগের সামার ট্রান্সফারে দলে ভিড়িয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। অস্ট্রিয়ান ক্লাব রেডবুল সালজবুর্গে দারুণ ফর্মে থাকার ফল হিসেবেই প্রিমিয়ার লিগে আলো ছড়াতে চলে এসেছিলেন এমওয়েপুকে। এক বছর ধারাবাহিকতাই দেখাচ্ছিলেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলছিলেন নিয়মিতই। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না।

জাতীয় দল জাম্বিয়ার হয়ে ম্যাচ খেলতে মালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এমওয়েপু। বিমানে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চার দিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আবারও স্বাস্থ্য পরীক্ষা করান এই ফুটবলার। তখনই ধরা পড়ে তার হৃদ্‌যন্ত্রের অবস্থা অত্যন্ত নাজুক। চিকিৎসকেরা একমাত্র পথ হিসেবে ফুটবল খেলা বন্ধু করে দেয়ার পরামর্শ দিয়েছেন। তাই বাধ্যতামূলক অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাইটনের এই ফুটবলার।

অফিশিয়াল ঘোষণায় ক্লাব বলেছেন, দুঃখজনক হলেও সত্য যে খেলার মাধ্যমে তার হৃদ্‌যন্ত্রের অবস্থা আরও আশঙ্কাজনক হতে পারে তাই একমাত্র পথই খোলা রয়েছে। তার শারীরিক নিরাপত্তার কথা বিবেচনা করে ফুটবল খেলা এখানেই সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে হৃদয়বিদারক এক সমাপ্তির ঘোষণা দিয়েছেন ব্রাইটন ও জাম্বিয়ার ফুটবলার ইনক এমওয়েপু। গত বছর হৃদ্‌যন্ত্রের সমস্যার জন্য আরও খেলার ইচ্ছা থাকলেও অবসর নিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও কুন আগুয়েরো। 

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন