ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল 'অল রেড'রা। লিভারপুলের জয়ে লক্ষ্যভেদ করেছেন রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। অন্য ম্যাচে সালজবুর্গের মাঠে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে ফেবারিট বায়ার্ন মিউনিখ। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
ইন্টারের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে যায় লিভারপুল। ইন্টারকে বেশ চাপে রাখেন সালাহ-মানে-জোতারা। একাধিকবার গোলের কাছাকাছিও পৌঁছে যায় তাঁরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি কোনোভাবেই পাওয়া হচ্ছিল না। এরপর লিভারপুলের আক্রমণের মুখে প্রতি-আক্রমণের কৌশলে সুযোগ তৈরির চেষ্টা করে ইন্টারও। ম্যাচের প্রথম সহজ সুযোগটিও আসে তাদের সামনে। তবে ইন্টারের সেই প্রচেষ্টা প্রতিহত হয় বারে লেগে। খুব কাছে গিয়েও তাই হতাশ হতে হয় ইন্টারকে। প্রথমার্ধের বাকি সময় দাপট দেখিয়েও গোল আদায় করতে পারেনি লিভারপুল।
বিরতির পর লিভারপুলের চেয়ে ইন্টারের দাপটই ছিল বেশি। এ সময় বেশ কিছু সুযোগও তৈরি করে তারা। কিন্তু কাছাকাছি গিয়েও হতাশ হয়েছে স্বাগতিকদের। কিছুটা চাপে থাকা অবস্থাতেই কাঙ্ক্ষিত প্রথম গোলটি আদায় করে নেয় লিভারপুল। কর্নার থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন বদলি হিসেবে নামা রবার্তো ফিরমিনো। এরপর ইন্টারকে চাপে রেখে দ্বিতীয় গোলও পেয়ে যায় লিভারপুল। এবার লিভারপুলকে গোল এনে দেন মোহামেদ সালাহ। এই ২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।
সালজবুর্গের মাঠে শুরুতেই পিছিয়ে যায় বায়ার্ন, পরে ম্যাচের ৯০ মিনিটে জার্মান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান কিংসলে কোমান।