নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ থেকে জামাল ভূঁইয়ার বাদ পড়ার সম্ভাবনা আগেই ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের একাদশে জায়গা হয়নি তাঁর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ৫-৩-২ ফরম্যাটে দল সাজিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন তারিক ও মোরসালিন। তারিক থাকবেন রক্ষণভাগের দায়িত্বে। মোরসালিন খেলবেন ফরোয়ার্ডে। বাংলাদেশের গোল পোস্ট সামলাবেন মিতুল মারমা। রক্ষণে অধিনায়ক তপু বর্মণ, তারিকের সঙ্গে থাকছেন ইসা ফয়সাল, মেহেদী হাসান ও সাদ উদ্দিন। মোরসালিনের সঙ্গে আক্রমণভাগে থাকবেন রাকিব হোসেন। মূল একাদশে না থাকলেও জামালকে বদলি ফুটবলারদের তালিকায় রাখা হয়েছে আজ। আন্তর্জাতিক ফুটবলে জামাল এখনো পর্যন্ত খেলেছেন ৭৮ ম্যাচ। গত কয়েক ম্যাচেও জামালকে পুরো ৯০ মিনিট খেলানো হয়নি।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ‘আই’ গ্রুপে বাংলাদেশ এখনো রয়েছে চার দলের মধ্যে চার নম্বরে। চার ম্যাচ খেলে পেয়েছে ১ পয়েন্ট। একমাত্র ড্র এসেছিল গত বছরের নভেম্বরে লেবাননের বিপক্ষে। কিংস অ্যারেনায় বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল।
গ্রুপের প্রথম ম্যাচে গত বছরের নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এ বছরের মার্চে ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে। ঢাকায় ঘরের মাঠে শেষ মিনিটের গোলে ফিলিস্তিনের কাছে হেরে যায় বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচ দোহায় ১১ জুন বাংলাদেশ খেলবে লেবাননের বিপক্ষে।