Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

পিএসজির গণতন্ত্রের নির্বাচনে এক ভোট এমবাপ্পের

ক্রীড়া ডেস্ক

পিএসজির গণতন্ত্রের নির্বাচনে এক ভোট এমবাপ্পের

ফুটবলে কোচই সর্বেসর্বা। অধিনায়ক, একাদশ সাজানো থেকে শুরু করে মাঠের খেলা তাঁরই কৌশলে হয়। তাই দলের অধিনায়কও সাধারণত কোচের পছন্দেই হয়। এর বাইরে অধিনায়ক নির্বাচনে খেলোয়াড়ের বয়স, অভিজ্ঞতার সঙ্গে দলের মধ্যে কেমন জনপ্রিয়তা সেটাও বিবেচনা করা হয়।

কিন্তু লুইস এনরিকে পিএসজির কোচ হওয়ার পরও এর কোনো পথেই হাঁটেননি। অধিনায়ক ঠিক করতে গণতন্ত্রের চর্চা করেছেন তিনি। গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে জনগণের ভোটাধিকারের মাধ্যমে নেতা নির্বাচন করা। এই শর্তই মেনেই নির্বাচনের ব্যবস্থা করেন স্প্যানিশ কোচ। গোপন ব্যালটের মাধ্যমে ২০২৩–২৪ মৌসুমের জন্য পিএসজির অধিনায়ক নির্বাচন।

সেই নির্বাচনে কিলিয়ান এমবাপ্পে চতুর্থ হয়েছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস। নির্বাচনে কে কত ভোট পেয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি সংবাদমাধ্যমটি। তবে জানা গেছে, মাত্র একটি ভোট পেয়েছেন এমবাপ্পে। আর ভোটটি দিয়েছেন তাঁর বন্ধু প্রতিম সতীর্থ আশরাফ হাকিমি।

আরএমসির জানিয়েছে, ভোটের মাধ্যমে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মার্কিনিওস। অবশ্য ২০২০ সালে স্বদেশি থিয়াগো সিলভা ক্লাব ছাড়ার পর থেকেই অধিনায়ক করছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তাঁর পরেই আছেন দানিলো পেরেইরা, প্রেসনেল কিমপেম্বে আর এমবাপ্পে। অর্থাৎ কোনো কারণে প্রথম তিনজন মাঠে না থাকলে তবেই অধিনায়কের আর্মব্যান্ড পড়তে পারবেন ফরাসি তারকা।

ভোটেই পরিষ্কার হয়েছে যে এখন আর পিএসজিতে জনপ্রিয়তা নেই এমবাপ্পের। যতটা সর্বশেষ মৌসুমে লিওনেল মেসি–নেইমার থাকা অবস্থায়ও তাঁর ছিল। অজনপ্রিয়তার কারণও অনুমেয়। লিগ চ্যাম্পিয়নদের হয়ে ২৪ বছর বয়সী তারকার নতুন চুক্তি না করা এবং সতীর্থদের সম্পর্কে বাজে মন্তব্য করা।

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু