হোম > খেলা > ফুটবল

এবার ১২ দল নিয়ে নারী ফুটবল লিগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী দলের ফুটবলাররা এখন ছুটিতে। ছুটি শেষে কৃষ্ণা-মারিয়াদের মনোযোগ দিতে হবে ঘরোয়া ফুটবলে। আগামী ১৫ নভেম্বর শুরু হবে নারী ফুটবল লিগ। টুর্নামেন্টে দলবদলের সময়সীমাসহ সবকিছুই চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এবারের লিগে বেড়েছে দলের সংখ্যা। গতবার ৭টি দলের অংশগ্রহণে লিগ মাঠে গড়িয়েছিল। এবার খেলবে ১২টি দল। সেক্ষেত্রে ম্যাচ বেড়ে ১৩২ টিতে দাঁড়াবে। প্রত্যেক দল খেলবে ২২টি করে ম্যাচ। ১৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে দলবদল। জোড়া লেগ পদ্ধতিতে দলগুলো একে-অপরের মুখোমুখি হবে। ম্যাচের ভেন্যু এবারও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম। লিগে থাকছেন না কোনো বিদেশি খেলোয়াড়।

বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ গতকাল সভা শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মাঠের সংকট রয়েছে। তাই কমলাপুরই ভরসা। আগের চেয়ে দল বেড়েছে। আশা করছি এবার আরও জমজমাট লিগ হবে।’

আগামী বছর পেশাদার নারী লিগ করতে চাইছে ফেডারেশন। সেটা করতে পারলে সাবিনা-সানজিদাদের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। এ ব্যাপারে কিরণ বলেছেন, ‘আমরা পরের বছরই পেশাদার লিগ করতে চাইছি। তখন বিদেশি খেলোয়াড়ও থাকবে। আরও ভালো দল আসবে। প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে।’

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা