ট্যাক্স ফাঁকির মামলায় বিচারের মুখোমুখি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। আগামী বুধবার মাদ্রিদের এক আদালতে শুরু হবে বিচার প্রক্রিয়া। ৬৫ বছর বয়সী আনচেলত্তির বিপক্ষে অভিযোগ, ২০১৪ এবং ২০১৫ সালের আয়কর রিটার্নে ছবি স্বত্ব প্রাপ্ত আয়ের কোনো তথ্য দেননি তিনি। যার কারণে স্পেনের রাজস্ব বিভাগ ১০ লাখের বেশি ইউরোর রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। ২০২৩ সালে স্পেনের এক আদালত আনচেলত্তির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন, তবে সে সময় কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
এ দিকে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এসেছে রিয়াল মাদ্রিদের চার তারকা ফুটবলার—কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আন্তেনিও রুদিগার ও দানি সেবায়োসের বিরুদ্ধে। এরই মধ্যে তদন্ত শুরু করেছে উয়েফা। চলতি মৌসুমে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে রিয়ালের ফুটবলাররা। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে সেদিন সমর্থকদের সঙ্গে বিজয় উদ্যাপন করতে গিয়ে দর্শকদের সামনে অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগ এসেছে এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে।
টিভি স্ক্রিনে দেখা যায়, জার্মান ডিফেন্ডার রুদিগার সম্ভবত গলা কেটে ফেলার অঙ্গভঙ্গি করেছেন, যা দৃশ্যত আতলেতিকো দর্শকদের দিকে ছিল। এমবাপ্পে সম্ভবত প্যান্টি ধরার অঙ্গভঙ্গি করেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, আতলেতিকো গত সপ্তাহে রিয়াল খেলোয়াড়দের অশোভন আচরণ নিয়ে উয়েফার কাছে রিপোর্ট করেছে।
এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, রিয়ালের চার খেলোয়াড়ের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ অভিযোগ তদন্ত করার জন্য একজন নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক পরিদর্শক নিয়োগ করা হয়েছে।