হোম > খেলা > ফুটবল

মেসিদের নিয়ে ভাবছেন না দানি আলভেস

বিশ্বকাপের শেষ ষোলোর পর্বই এখনো শেষ হয়নি। অথচ এখনই আলোচনা শুরু হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের সেমিফাইনাল নিয়ে। অবশ্য বিশ্বকাপ সূচি প্রকাশের পর থেকেই এমন আলোচনা চলছে সমর্থকদের মধ্যে। আর গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-১ গোলের জয়ের পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। 

দুই দলের সেমিফাইনাল নিয়ে আলোচনাটা এখন সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নেই, ব্রাজিল দলেও ছড়িয়েছে। গতকাল যেমন ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্নের উত্তরও দিতে হয়েছে দানি আলভেসকে। তবে ব্রাজিলের এই অভিজ্ঞ ডিফেন্ডার জানিয়েছেন, এই ম্যাচ নিয়ে এখনই ভাবছেন না তাঁরা। 

আলভেস বলেছেন, ‘আমরা সেমিফাইনাল নিয়ে চিন্তা করতে পারি না। কারণ আমরা কোয়ার্টার ফাইনালে আছি। ক্রোয়েশিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের কোয়ার্টার ফাইনালে মনোযোগ দিতে হবে। ক্রোয়েশিয়ার অনেক যোগ্যতাসম্পন্ন ফুটবলার আছে এবং আমাদের কাছে তারা ১১০ ভাগ মনোযোগ আশা রাখে।’ 

আর সাবেক সতীর্থ লিওনেল মেসি সম্পর্কে আলভেস বলেছেন, ‘সবকিছু মেসির থেকেই ঘটছে। তার পায়েই সবকিছু ঘটছে। আমার মনে হয়, সে খুনে ফর্মে আছে। নিঃসন্দেহে সে এই টুর্নামেন্টের বিবেচনায় অন্যতম সেরা একজন ফুটবলার।’ 

আজ পর্তুগাল-সুইজারল্যান্ডের ম্যাচ দিয়ে শেষ হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। মাঝে দুই দিন বিরতির পর ৯ ডিসেম্বর শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। আর প্রথম দিনেই নিজেদের ম্যাচে খেলতে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। 

আর ‘ব্যাটল অব দ্য আমেরিকাস’ সেমিফাইনাল হওয়ার জন্য নিজ নিজ কোয়ার্টার ফাইনালে জিততে হবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে। তবেই ১৫ ডিসেম্বরের সেমিফাইনালে মেসিদের সঙ্গে আলভেসদের দেখা হবে। অন্যথায় কোনো এক দল হেরে গেলেই স্বপ্নের সেমিফাইনাল মাটি হয়ে যাবে। কোয়ার্টারের প্রথম ম্যাচে রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল এবং রাত ১টায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি