হোম > খেলা > ফুটবল

পাকিস্তানের আক্ষেপ বাড়িয়ে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

রেকর্ড গড়তে মুলতানে পাকিস্তানের দরকার ছিল ১৫৭ রান, ৬ উইকেট। ম্যাচের বাকি দুই দিন। তবে শেষ হাসি হাসতে পারল না পাকিস্তান। পেন্ডুলামের মতো দুলতে থাকা দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা। 

৩৫৫ রানের লক্ষ্যে নামা পাকিস্তান ৪ উইকেটে ১৯৮ রানে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল। ১২ রান যোগ করতেই পাকিস্তান তাদের পঞ্চম উইকেট হারায়। ১০ রান করা ফাহিম আশরাফের উইকেট তুলে নেন জো রুট। ফাহিমের বিদায়ের পর উইকেটে আসেন মোহাম্মদ নওয়াজ। নওয়াজকে নিয়ে ইংলিশ বোলারদের ওপর চড়াও হন সৌদ শাকিল। ষষ্ঠ উইকেটে নওয়াজ-শাকিল যোগ করেন ৮০ রান। ৪৫ রান করা নওয়াজকে আউট করে এই জুটি ভাঙেন মার্ক উড। 

নওয়াজের পর শাকিলকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান উড। মাত্র ৬ রানের জন্য টেস্টের প্রথম সেঞ্চুরি মিস করেন শাকিল। আবরার আহমেদ এসে পাকিস্তানের পালে হাওয়া দিচ্ছিলেন। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। ১২ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন পাকিস্তানের এই টেলএন্ডার ব্যাটার। এরপর পাকিস্তান অলআউট হয়ে যায় ৩২৮ রানে। এক দিন আগেই ম্যাচ জেতে ইংলিশরা। পাকিস্তানের এই ইনিংসের সর্বোচ্চ ৯৪ রান করেন শাকিল। ইংলিশ বোলারদের মধ্যে এই ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন উড। 
 
ম্যাচসেরা হয়েছেন হ্যারি ব্রুক। দুই ইনিংস মিলে করেছেন ১১৭ রান। যেখানে দ্বিতীয় ইনিংসে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। যা এই ইংলিশ ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ২৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড। এরপর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২৭৫ রান করেছিল ইংল্যান্ড।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল