ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিততে পারেনি আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকোর মাঠে এই দুই দল ড্র করেছে ১-১ গোলে। এখন ওল্ড ট্রাফোডে দ্বিতীয় লেগের ওপর নির্ভর করছে দুই দলের ভাগ্য। যারা জিতবে, তারাই যাবে পরের পর্বে।
ঘরের মাঠে এদিন শুরুতেই আক্রমণে যায় আতলেতিকো। গোল পেতেও সময় লাগেনি স্বাগতিকদের। ম্যাচের ৭ মিনিটে ডি-বক্সের বেশ বাইরে থেকে আর লোদির লম্বা করে বাড়ানো বলে দারুণ এক হেড দিয়ে লক্ষ্য ভেদ করেন ম্যাচে দারুণ নৈপুণ্য দেখানো হোয়াও ফেলিক্স। গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন রোনালদোরা ৷ সুযোগ আসে আতলেতিকোর সামনেও।
ম্যানইউ ডিফেন্ডার রাফায়েল ভারানে ও গোলরক্ষক দাভিদ দি হিয়ার ভুল বোঝাবুঝিতে ব্যবধান বাড়ানোর বেশ ভালো একটি সুযোগ এসেছিল আতলেতিকোর সামনে। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি তারা। বিরতির আগমুহূর্তে বল পোস্টে না লাগলে লিড বাড়াতে পারত আতলেতিকো।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে গুছিয়ে আক্রমণে যায় ম্যানইউ। এ সময় দলে বেশ কিছু পরিবর্তন আনে তারা। যার ফল আসে ম্যাচের ৮০ মিনিটে। বদলি হিসেবে নামা অ্যান্থোনি এলেঙ্গার দারুণ এক ফিনিশিংয়ে ম্যাচে ফেরে ম্যানইউ। এরপর ম্যাচ নিজেদের পক্ষে আনার চেষ্টা করে দুই দলই। শেষ দিকে আতোয়াঁন গ্রিজমানের একটা প্রচেষ্টা প্রতিহত হয় পোস্টে লেগে। তবে কোনো দলই আর কোনো গোলের দেখা পায়নি।
রাতের অন্য ম্যাচে বেনফিকার মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে আয়াক্স। এই ম্যাচে অবশ্য জেতার সুযোগ ছিল আয়াক্সের। ৭২ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল তারা। তবে শেষ পর্যন্ত ঘরের মাঠে হার এড়াতে সক্ষম হয় বেনফিকা।