Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

রোনালদোদের দর্শক বানিয়ে মেয়ের সঙ্গে আল হিলালের চ্যাম্পিয়ন উদ্‌যাপন নেইমারের

ক্রীড়া ডেস্ক

রোনালদোদের দর্শক বানিয়ে মেয়ের সঙ্গে আল হিলালের চ্যাম্পিয়ন উদ্‌যাপন নেইমারের

এবারের সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হতে হলে আল নাসরের প্রয়োজন ছিল অলৌকিক কিছু। সেটা যে সম্ভব নয়, গতকাল তাই প্রমাণিত হয়েছে। আল হিলাল চ্যাম্পিয়ন হওয়ায় আবারও দর্শক হয়ে থাকতে হলো ক্রিস্টিয়ানো রোনালদোদের। 

গতকাল তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। সবশেষ ৫ মৌসুমে চতুর্থবার। আর সব মিলিয়ে ১৯তম। গতকাল আল হাজমকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আল হিলাল। দলের শিরোপা নিশ্চিত হওয়ার ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন নেইমার।

সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করতে নিজের মেয়েকেও মাঠে নিয়ে এসেছিলেন নেইমার। মেয়েকে নিয়ে শিরোপা নিশ্চিত হওয়ার মুহূর্ত নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছে আল হিলাল। গত বছরের অক্টোবরে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে নেইমার। এই মৌসুমে দলের হয়ে লিগে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। 
লিগে ৩১ ম্যাচ শেষে অপরাজিত চ্যাম্পিয়ন আল হিলালের পয়েন্ট ৮৯। অন্যদিকে সমান ম্যাচে ৭৭ পয়েন্ট আল নাসরের। বাকি তিন ম্যাচ যদি আল হিলাল হারে আর রোনালদোরা জয়ও পান, তবু চ্যাম্পিয়নদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই আল নাসরের। তাই চ্যাম্পিয়নের স্বাদ পেতে নতুন আবারও মৌসুমের অপেক্ষা করতে হচ্ছে রোনালদোকে। সবশেষ মৌসুমে তাঁদের এবারের মতো দুইয়ে রেখে চ্যাম্পিয়ন হয়েছিল আল ইত্তিহাদ। 

নেইমার এখনো ফিট না হওয়ায় আসন্ন কোপা আমেরিকায়ও তাঁর খেলা হচ্ছে না। তাঁকে বাদ দিয়েই গত পরশু দল ঘোষণা করেছে ব্রাজিল। আল হিলালের হয়ে বেঞ্চে বসে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিলেও কোপায় ব্রাজিল চ্যাম্পিয়ন হলে সেই স্বাদ নেওয়ার সুযোগ থাকবে না তাঁর।

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু

বাছাইপর্বের দল থেকে বাদ সাকিব আল হাসান