এবারের সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হতে হলে আল নাসরের প্রয়োজন ছিল অলৌকিক কিছু। সেটা যে সম্ভব নয়, গতকাল তাই প্রমাণিত হয়েছে। আল হিলাল চ্যাম্পিয়ন হওয়ায় আবারও দর্শক হয়ে থাকতে হলো ক্রিস্টিয়ানো রোনালদোদের।
গতকাল তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। সবশেষ ৫ মৌসুমে চতুর্থবার। আর সব মিলিয়ে ১৯তম। গতকাল আল হাজমকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আল হিলাল। দলের শিরোপা নিশ্চিত হওয়ার ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন নেইমার।
সতীর্থদের সঙ্গে উদ্যাপন করতে নিজের মেয়েকেও মাঠে নিয়ে এসেছিলেন নেইমার। মেয়েকে নিয়ে শিরোপা নিশ্চিত হওয়ার মুহূর্ত নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছে আল হিলাল। গত বছরের অক্টোবরে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে নেইমার। এই মৌসুমে দলের হয়ে লিগে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
নেইমার এখনো ফিট না হওয়ায় আসন্ন কোপা আমেরিকায়ও তাঁর খেলা হচ্ছে না। তাঁকে বাদ দিয়েই গত পরশু দল ঘোষণা করেছে ব্রাজিল। আল হিলালের হয়ে বেঞ্চে বসে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিলেও কোপায় ব্রাজিল চ্যাম্পিয়ন হলে সেই স্বাদ নেওয়ার সুযোগ থাকবে না তাঁর।