হোম > খেলা > ফুটবল

গোলাগুলিতে দুজনের মৃত্যু, বেলজিয়াম-সুইডেন ম্যাচ বাতিল 

ব্রাসেলসের কিং বাদুইন স্টেডিয়ামে ভালোই চলছিল ২০২৪ ইউরো বাছাইপর্বের বেলজিয়াম-সুইডেন ম্যাচ। ম্যাচের অর্ধেক শেষ হতে না হতেই শোনা যায় দুঃসংবাদ। ব্রাসেলসে বন্দুকধারীদের গুলিতে দুই সুইডিশ নাগরিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাতিল করা হয় বেলজিয়াম-সুইডেন ম্যাচ। 

সুইডেনের গণমাধ্যমের খবর অনুযায়ী, যে দুজন গুলিতে নিহত হয়েছেন, তাঁরা সুইডেনের জার্সি পরে ছিলেন। সুইডিশ সাংবাদিকেরা জানিয়েছেন, জাতীয় সংগীত শুরুর আগেই তাঁরা হামলা সম্পর্কে জানতে পেরেছেন। উয়েফাকে সুইডিশ ফুটবলাররা জানিয়েছেন, তাঁরা দ্বিতীয়ার্ধে খেলতে চাইছেন না। বেলজিয়ানরাও তাতে রাজি হয়েছেন। প্রথমার্ধে ম্যাচ যখন ১-১ সমতা হয়, তখনই ম্যাচ বাতিলের ঘোষণা দেওয়া হয়। উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ব্রাসেলসে আজ সন্ধ্যায় সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় দুই দলের সঙ্গে আলাপ-আলোচনা, স্থানীয় পুলিশের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের বেলজিয়াম-সুইডেনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’ 

ম্যাচ বাতিলের ঘোষণা এলেও সুইডেনের ভক্ত-সমর্থকদের স্টেডিয়ামেই থাকতে বলা হয়েছে। ক্রাইসিস সেন্টার বেলজিয়াম টুইটারে এক পোস্টে বলেছে, ‘বেলজিয়াম-সুইডেন ম্যাচের ভক্ত-সমর্থকদের স্টেডিয়াম থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার আয়োজন করা হয়েছে। দর্শকদের স্টেডিয়ামে আরও অনেক তথ্য দেওয়া হবে। দয়া করে জরুরি সার্ভিসের নির্দেশগুলো মেনে চলুন।’ সুইডেনের সংবাদমাধ্যম অ্যাফটনব্লাডেটকে পার্নিলা ক্যালিফ নামের এক সুইডিশ ভক্ত বলেন, ‘আমি পুরোপুরি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা কিছু বুঝতে পারিনি। প্রত্যেকেই তাঁদের সুইডেনের জার্সি খুলে ফেলে সাধারণ পোশাক পরছিলেন। এটা সত্যিই ভীতিকর।’

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি