Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

‘দ্রুতই আমরা হামজাকে পাব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘দ্রুতই আমরা হামজাকে পাব’

গুঞ্জনটা কয়দিন ধরেই বাংলাদেশের ফুটবলে ভাসছিল। শোনা যাচ্ছিল বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলতে সৌদি আরবে হতে যাওয়া বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেন ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে খেলা এই ডিফেন্ডারকে ফিলিস্তিনের বিপক্ষে ২৮ সদস্যের দলে রাখা হতে পারে, এমন প্রত্যাশা বুক বাঁধছিলেন বাংলাদেশের ফুটবলার সমর্থকেরা।

শেষ পর্যন্ত অবশ্য গুঞ্জন সত্যি হয়নি। সৌদি আরবে হতে যাওয়া ক্যাম্পে হামজার নাম রাখেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। লেস্টার সিটির এই ফুটবলারকে না রাখলেও লাল-সবুজ ফুটবল সমর্থকদের একটা সুখবর দিয়েছেন বাংলাদেশ কোচ। যে সুখবরে উদ্বেলিত হতে পারেন আশায় বুক বেঁধে থাকা সমর্থকেরা।

সৌদি আরবে হতে যাওয়া ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন ২৮ ফুটবলার। ২ মার্চ সৌদির বিমানে চড়বেন ফুটবলাররা। সেই উপলক্ষে আজ বাফুফে ভবনে হয়েছে সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনে উঠেছে ২৬ বছর বয়সী হামজার প্রসঙ্গ।

হামজাকে নিয়ে প্রশ্ন উঠতেই কাবরেরা বলেছেন, ‘আমি মনে করি (এ বিষয়ে) আমাদের ইতিবাচক থাকতে হবে। ফুটবল ফেডারেশনের ম্যানেজমেন্ট এ বিষয়ে আমার চেয়ে অবশ্যই বেশি ভালো বলতে পারবে। হামজা আমাদের হয়ে কেন এখন খেলছে না সেটা প্রাসঙ্গিক না। বরং যেটা আমার কাছে প্রাসঙ্গিক সেটা সেটা হলো আজ হোক, কাল হোক স্বপ্নটা সত্যি হবেই। আশা করি দ্রুত আমরা হামজার মতো খেলোয়াড়কে পাব।’

সিটির মাঠে কেন শিরোপার গান, কিছু বলতে চান না লিভারপুল কোচ

ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনির জবাব এভাবেই দিলেন নেইমার

উৎসবের আমেজে শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট

সাবিনাদের অনুশীলনের জন্য বাটলারের দরজা খোলা

আলভারেজে উড়ছে আতলেতিকো, শীর্ষে ফিরল বার্সা

ইয়ংমেন্সকে উড়িয়ে আবাহনীর বড় জয়

আল নাসরের হারের রাতে মেজাজ হারালেন রোনালদো

ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিল মোহামেডান

শেষ ষোলোয় আতলেতিকোকে পেল রিয়াল, পিএসজির প্রতিপক্ষ লিভারপুল

এত ঠান্ডার মধ্যেও এভাবে খেলতে পারেন মেসি