ক্রীড়া ডেস্ক
তারকা ফুটবলারদের ক্লাব ছেড়ে দেওয়া আর নতুন কী! বেশির ভাগ ক্ষেত্রে আগেভাগেই তাঁদের নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। মোহামেদ সালাহর মৌসুম শেষে লিভারপুল ছাড়া নিয়ে আলাপ-আলোচনা অনেক দিনের। তাঁর পোস্টের পরই রহস্য আরও ঘনীভূত হয়েছে।
সামাজিক মাধ্যমে সালাহ পোস্ট দিয়েছেন লিভারপুল-ব্রাইটন প্রিমিয়ার লিগ ম্যাচের পরের দিনই। অ্যানফিল্ডে পরশু রাতে তাঁর গোলেই লিভারপুল ২-১ গোলে হারায় ব্রাইটনকে। মিসরীয় এই ফরোয়ার্ড নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, গত রাতে আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। যা-ই হোক না কেন, অ্যানফিল্ডে গোল করার অনুভূতি কেমন হয়, সেটা বলার মতো না।’
Top of the table is where this club belongs. Nothing less. All teams win matches but there’s only 1 champion in the end. That’s what we want. Thank you for your support last night. No matter what happens, I will never forget what scoring at Anfield feels like. pic.twitter.com/c2rVHQxjK8
— Mohamed Salah (@MoSalah) November 3, 2024
প্রিমিয়ার লিগে লিভারপুল সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৯-২০ মৌসুমে। এর পর টানা চারবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। সবশেষ চার মৌসুমের মধ্যে দুইবার তৃতীয় ও একবার রানার্সআপ হয়েছিল অলরেডরা। সালাহ শুধু ম্যাচ জিততেই চান না। দলকে চ্যাম্পিয়ন দেখতে চান মিসরীয় এই ফরোয়ার্ড। সালাহ লিখেছেন, ‘টেবিলের শীর্ষে থাকাই ক্লাবের প্রাপ্য। এর চেয়ে কম কিছু না। সব দলই ম্যাচ জেতে। তবে দিনশেষে একটা দলই চ্যাম্পিয়ন হয়। এমনটাই আমরা চাই।’
লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তি ২০২৪-২৫ মৌসুমের শেষ পর্যন্ত। তার মানে আগামী বছরের জুনে শেষ হচ্ছে ক্লাবটির চুক্তি। দুই মাস আগেই তেমন কিছুরই (লিভারপুল ছাড়া) ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে গেলে তাঁকে একাধিক ক্লাব নিতে তৈরি বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে। সৌদি আরবের আল ইত্তিহাদসহ অনেক ক্লাব তাঁকে নিতে লোভনীয় প্রস্তাব তৈরি করে রেখেছে বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছিল।
২০১৭ থেকে লিভারপুলে খেলছেন সালাহ। ক্লাবটির হয়ে সাত বছরের ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৬০ ম্যাচ। ২২০ গোলের পাশাপাশি ৯৬ গোলে অ্যাসিস্ট করেন। ক্লাবটির হয়ে ২০১৮-১৯ মৌসুমে জেতেন চ্যাম্পিয়নস লিগ। পরের মৌসুমেই (২০১৯-২০) প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন মিসরীয় এই ফরোয়ার্ড।