Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

চীনকে ‘সেভেন আপ’ খাওয়াল জাপান 

চীনকে ‘সেভেন আপ’ খাওয়াল জাপান 

জাপানের টোকিওর সাইতামা স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে কী লজ্জায় না পড়তে হলো চীনা ফুটবলারদের। একের পর এক গোল হজম, জাল থেকে শুধু বল বের করে আনতে আনতেই সময় গেল তাঁদের। 

আজ ২০২৪ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ম্যাচে একটি, দুটি নয়—জাপানের বিপক্ষে ৭ গোল হজম করেছে চীন! শোধ দিতে পারেনি একটি গোলও। 

প্রথমার্ধে অবশ্য দুটি গোল দিতে পেরেছিল জাপান। দুটি গোলই করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তারকা। ১২ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ওয়াতারো এন্ডোর হেডে এগিয়ে যায় সামুরাই ব্লুরা। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান ব্রাইটন উইঙ্গার মিতোমা। চোটের কারণে এ বছরের অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি তিনি। গত জানুয়ারির এশিয়ান কাপের পর এবারই জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন মিতোমা। 

বিরতির পর গোল উৎসবে মেতে উঠে জাপানিজরা। ৫২ ও ৫৮ মিনিটে জোড়া গোল করেন লিভারপুল ছেড়ে ২০২২ সালে মোনাকোতে যাওয়া তাকুমি মিনামিনো। বদলি নামার ৭৭ মিনিটে ব্যবধানটা ৫-০ করেন আরেক ফরাসি রেইমসের উইঙ্গার জুনাইয়া ইতো। ১০ মিনিট পর গোল পান আরেক বদলি নামা দাইজেন মায়েদা। 

যোগ করা পঞ্চম মিনিটে চীনের কফিনে শেষ পেরেকটি মারেন তাকেফুসা কুবো। দুটি অ্যাসিস্টও করেছেন এই রিয়াল সোসিয়েদাদ উইঙ্গার। ইতোও করেছেন দুটি অ্যাসিস্ট। 

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। সেই হারের পর সেলেসাওদের গায়ে বসেছিল ‘সেভেন আপ’ তকমা। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপে খেলা চীনের গায়েও আজ সেই লজ্জার তকমা লাগিয়ে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান

সিটিকে বিদায়ের ঘোষণা ডি ব্রুইনের

বুকে ব্যথা নিয়ে হাসপাতালের সিসিইউতে বসুন্ধরা কিংসের সভাপতি

কোচের নাক টিপে দেওয়ার কাণ্ডে তাহলে নিষিদ্ধ হচ্ছেন মরিনিও

‘ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে ভিএআর’

বিশ্বকাপে ৬৪ দল খেলানোর প্রস্তাব, সমর্থন নেই উয়েফার

বাফুফের ট্রায়ালে দুই প্রবাসী ফুটবলার

ভারতের বিপক্ষে এক পয়েন্ট পেয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ

প্রতিপক্ষ কোচের নাক টিপে মরিনহোর বিতর্কিত কাণ্ড

গোলের সুযোগ নষ্ট করলেন মেসি, হারল মায়ামিও

রিয়ালের বিপক্ষে ফাইনাল নিয়ে এখনই অত ভাবছে না বার্সা