ক্রীড়া ডেস্ক
কদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বুটজোড়া তুলে রাখতে হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে। ২০২১ সালের অক্টোবরে বার্সেলোনার হয়ে খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন আগুয়েরো। এরপর খেলায় ফেরার ইচ্ছা থাকলেও আর ফিরতে পারেননি আগুয়েরো। এমনকি খেলা ছাড়ার পরও হৃদযন্ত্র ভালো নেই বলে জানিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।
চিকিৎসকদের পরামর্শেই মূলত খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন আগুয়েরো। তবে খেলার ছাড়ার পরও বর্তমান শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছেন আগুয়েরো। তিনি বলেন, ‘আমার হৃদযন্ত্র ঠিকভাবে কাজ করছে না। যদি আমি এখন ফুটবল-টেনিস খেলার চেষ্টা করি, দৌড়ানোর চেষ্টা তখন আমার দম বন্ধ হয়ে আসে। আমার মনে হয় হৃদযন্ত্র ঠিকঠাক কাজ করছে না।’
তবে শুরুতে বিষয়টা এতটা জটিল মনে হয়নি আগুয়েরোর। এই আর্জেন্টাইন ফুটবলার বলেন, ‘যখন এটা ঘটেছিল, আমি ভেবেছিলাম কিছুই হয়নি। আমি দ্রুত ভালো হয়ে যাব। তবে হাসপাতালে যাওয়ার পর যখন ছোট একটা ঘরে অনেকগুলো মনিটর দিয়ে পর্যবেক্ষণ করা হয়, তখন বুঝতে পারি খারাপ কিছু হয়েছে। হাসপাতালে থাকার দুই দিন পর থেকে আমি স্নায়ু চাপে ভুগতে শুরু করি।’