ক্রীড়া ডেস্ক
সময়টা দারুণ যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দলের। টানা চারটি মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ২০২৪ কোপা আমেরিকার ফাইনালের টিকিটের দামও তাই আকাশচুম্বী।
আর্জেন্টিনা, কলম্বিয়া—ছন্দে থাকা দুই দলই অপরাজিত থেকে উঠেছে এবারের কোপা আমেরিকার ফাইনালে।মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এই ম্যাচের টিকিটের দাম নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, টিকিট আইকিউ অনুসারে কোপার ফাইনালের টিকিটের গড় দাম ৪০২৪ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৭৩ হাজার টাকা। আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম গড় মূল্যের প্রায় ১৭ গুণ। সর্বোচ্চ ৬৬৭৬৫ ডলারে বিক্রি হচ্ছে ফাইনালের টিকিট। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে সেটা ৭৮ লাখ ৪৫ হাজার টাকা।
টিকিট আইকিউর পাশাপাশি সিটগিক, টিকপিক—এসব প্ল্যাটফরমেও বিক্রি হচ্ছে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালের টিকিট। সর্বনিম্ন ২১২৭ ডলারে টিকিট বিক্রি হচ্ছে বলে জানা গেছে (বাংলাদেশি ২ লাখ ৫০ হাজার টাকা), ফাইনালের আগের ম্যাচগুলোর চেয়েও যা ১০ গুণ বেশি। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুসারে, অন্যান্য ম্যাচে টিকিটের গড় দাম ছিল ২০০ ডলার (সাড়ে ২৩ হাজার টাকা)। তখনও বেশ কিছু ম্যাচে স্টেডিয়ামগুলোর গ্যালারি ফাঁকা দেখা গেছে।
আরও পড়ুন: