Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়ন বাংলাদেশের কে কী পুরস্কার পেলেন

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন বাংলাদেশের কে কী পুরস্কার পেলেন

রেফারির শেষ বাঁশি বাজার পরই পিনপতন নীরবতা কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। কারণটা ঘরের মাঠে আবারও শিরোপা ভঙ্গের বেদনায়। প্রতিপক্ষ সেই বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বেই বাংলাদেশ টানা দ্বিতীয়বার জিতল নারী সাফের শিরোপা।

২০২৪ নারী সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের গোলপোস্ট সামলেছেন ‘চীনের মহাপ্রাচীরের’ মতো। ফাইনালেও ছিলেন দুর্দান্ত। সবশেষ ২০২২ নারী সাফেরও সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন রূপনা।

এবারের মেয়েদের সাফের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। টুর্নামেন্টে করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। চ্যাম্পিয়ন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল। অপরাজিত থেকেই এবারের শিরোপা জিতেছেন সাবিনারা। বাংলাদেশের সর্বোচ্চ ৫ গোল করেন তহুরা খাতুন। অধিনায়ক সাবিনা করেন ২ গোল।

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ভুটান। সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছেন তাদেরই ফুটবলার। ভুটানের দেকি হাজাম টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেছেন।

২০২২ সালের ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাবিনার নেতৃত্বাধীন সেই দলের কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন। দুই বছর পর এবার পিটার বাটলারের হাত ধরে দ্বিতীয় সাফ জিতল বাংলাদেশ নারী ফুটবল দল। যেখানে শুরুটা বাংলাদেশ করেছিল পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। পরবর্তীতে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

সেমিতে ভুটানকে ৭-১ গোলে হারিয়েছিল সাবিনার বাংলাদেশ। ফাইনালে ওঠার ম্যাচটিতেই জোড়া গোল করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালের বিপক্ষে গোল দুটির প্রথমটি ৫১ মিনিটে করেন মনিকা। দ্বিতীয় গোলটি ৮১ মিনিটে করেন ঋতুপর্ণা।

২০২৪ নারী সাফে কে পেল কোন পুরস্কার

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ভুটান

সেরা গোলরক্ষক: রূপনা চাকমা

সর্বোচ্চ গোলদাতা: দেকি হাজাম (৮ গোল)

সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা

সৌদিতে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার আশায় কাবরেরা

আর্জেন্টাইন ফুটবলারের গোল বাতিল নিয়ে ক্ষোভ কোচের

ইফতার সেরেই বিরল রেকর্ডটি গড়লেন ইয়ামাল

ইয়ামাল-রাফিনহা ঝলকে বেনফিকাকে উড়িয়ে কোয়ার্টারে বার্সা

রিয়াল না আতলেতিকো যাচ্ছে কোয়ার্টারে

এক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ!

৩১ হাজার কোটি টাকায় নতুন স্টেডিয়ামের পরিকল্পনা ম্যানচেস্টারের

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের দারুণ শুরু

ম্যাচ চলাকালীনই ইফতার করবেন বার্সার তারকা ফুটবলার!

আর্জেন্টিনা ম্যাচের আগে আবারও শঙ্কায় নেইমার