হোম > খেলা > ফুটবল

এক রাউন্ডের জন্য মাঠে ফিরবেন রেফারিরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ও হেড অব রেফারিজ আজাদ রহমানের মন্তব্যের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছিলেন সারাদেশের রেফারিরা। রেফারিদের ধর্মঘটে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল লিগ ফুটবলের ম্যাচ। 

রেফারিদের ধর্মঘটের সিদ্ধান্তে অনেকটা মরিয়া হয়েই আজ একাধিক রেফারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। রেফারিদের মান ভাঙানোর চেষ্টা করেছেন কাজী সালাউদ্দিনও। তবে বিশেষ এক অনুরোধে এক রাউন্ডের জন্য ম্যাচ পরিচালনা করতে রাজী হয়েছেন এই রেফারিরা। 

কাজী সালাউদ্দিন ও আজাদ রহমানের বক্তব্যের প্রতিবাদ, সাইফের ম্যাচ পরিচালনাকারী তিন রেফারির ‘আজীবন নিষিদ্ধের’ দাবি নিয়ে আজ আবারও বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের রেফারিরা। বৈঠক শেষে এক রেফারি জানালেন, ‘আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের সম্মানার্থে আমরা আপাতত লিগের সপ্তম রাউন্ড পর্যন্ত ম্যাচ পরিচালনা করব। বিসিএলেও এই সময়ে কেবল এক রাউন্ড খেলা হবে। অ্যাসোসিয়েশন প্রধান নিজেও রেফারি ছিলেন। এখন তিনি ঢাকার বাইরে আছেন। ঢাকায় এসে আমাদের সঙ্গে তিনি বসবেন বলে জানিয়েছেন।’

বাফুফে সভাপতি ও সহসভাপতির শত অনুরোধকেও তারা আমলে নেননি বলে জানিয়েছেন সেই রেফারি। অষ্টম রাউন্ডের আগে তাদের দাবি মানা হলে কঠিন পদক্ষেপের হুমকি রেফারিজ অ্যাসোসিয়েশনের।

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

সেকশন