Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে খেলতে না পারার দুঃখে মেসির ‘কান্না’

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে খেলতে না পারার দুঃখে মেসির ‘কান্না’
ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে বাছাইপর্বের দলে নেই লিওনেল মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসিকে নিয়েই ২ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনা ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল। কিন্তু চোটের থাবায় ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে তাঁর খেলা হচ্ছে না। খেলতে না পারলেও দলকে সমর্থন দিয়ে যাবেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।

চোটে পড়ায় ইন্টার মায়ামির হয়ে তিন ম্যাচ বিশ্রামে ছিলেন মেসি। পেশির সমস্যার কারণে তাঁকে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুই ম্যাচের দল থেকে গত রাতে বাদ দিয়েছিলেন লিওনেল স্কালোনি। বাছাইপর্বের দুই ম্যাচ খেলতে না পারার আক্ষেপ করছেন মেসি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে গতকাল মধ্যরাতে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘জাতীয় দলের জার্সিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি বিশেষ ম্যাচ খেলতে না পারা আসলেই দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে চোট খেলা থেকে আবার বিরতি নিতে বাধ্য করেছে। দল থেকে ছিটকে দিয়েছে। এখান থেকেই দলকে উৎসাহ দেব এবং আরেকজন ভক্তের মতোই দলকে সমর্থন দেব।’

ইন্টার মায়ামির হয়ে মেসি সবশেষ খেলেছেন গতকাল সকালে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচে মায়ামি জিতেছে ২-১ গোলে। আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন এক গোল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আটলান্টা ইউনাইটেড-ইন্টার মায়ামি ম্যাচে বাঁ ঊরুতে চোট পান মেসি। আর রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, চোট পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সুস্থ হতে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকবেন তিনি।

আর্জেন্টিনা গত রাতে ২৬ সদস্যের যে চূড়ান্ত দল ঘোষণা করেছে, সেখানে মেসির পাশাপাশি পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল, জিওভানি লো সেলসোর মতো তারকারা নেই। তরুণ ফরোয়ার্ড ক্লদিও এচেভেরিও নেই চূড়ান্ত দলে। ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচটি হবে মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে ২৬ মার্চ। সেদিন বাংলাদেশ সময় সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশকে বার্তা দিলেন ছেত্রীরা

প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে হামজা

বাফুফেতে সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার

ফাহামিদুলকে ফেরানো সম্ভব না, বলছেন বাংলাদেশ কোচ

ভারতের ছেত্রী ভালো, তবে হামজা প্রিমিয়ার লিগের ফুটবলার: জামাল

হামজাকে নিয়ে জামাল বলছেন, বাংলাদেশের মেসি এসে গেছে

স্পেনের হয়েও রোজা রেখে খেলবেন ইয়ামাল

ঢাকা বিমানবন্দরেও হামজাকে রাজকীয় বরণ

ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিচারকাজে পুলিশ কর্মকর্তার বিস্ময়কর মন্তব্য

ফাহামিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা