ক্রীড়া ডেস্ক
স্পেন ছেড়েছিলেন ২০১৮ সালে। এরপর জাপানের ভিসেল কোবে হয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটস। সেখান থেকেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন আন্দ্রেস ইনিয়েস্তা।
আজ খবরটি নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম বিন স্পোর্ট ও স্পোর্টস্টার। আনুষ্ঠানিকভাবে ইনিয়েস্তা অবসর নেবেন আগামী ৮ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে।
২০০২ সালে বার্সেলোনার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন ইনিয়েস্তা। ৪০ বছর বয়সে এসে ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই স্প্যানিশ কিংবদন্তি। ২০১৮ সালে বার্সাকে বিদায় বলে ভিসেল কোবেতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে গত বছর নাম লেখান এমিরেটসে।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও প্রভাবশালী মিডফিল্ডার হিসেবে বিবেচিত হন ইনিয়েস্তা। উঠে এসেছে বার্সেলানার বিখ্যাত একাডেমি ‘লা মাসিয়া’ থেকে। কাতালান জায়ান্টদের হয়ে খেলেছেন ৬৭৪ ম্যাচ, করেছেন ৫৭ ও ১৩৫ অ্যাসিস্ট। জিতেছেন ৩২ শিরোপা। তার মধ্যে আছে ৯টি লা লিগা,৪টি চ্যাম্পিয়ন লিগ ও ৬টি কোপা দেল রে।
স্পেনকে একমাত্র বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইনিয়েস্তা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে শেষ মুহূর্তে একমাত্র গোলটি করেন তিনি। ২০১৮ সালে জাতীয় দলের হয়ে ১২ বছরের ক্যারিয়ারের ইতি টানেন ইনিয়েস্তা। স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২—টানা দুই ইউরোও জেতেন তিনি। স্পেনের হয়ে ১৩১ ম্যাচে ১৩ গোল করেছেন এই কিংবদন্তি।