Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

চাঙা হতে বান্ধবীকে নিয়ে দুবাই ঘুরছেন আগুয়েরো

চাঙা হতে বান্ধবীকে নিয়ে দুবাই ঘুরছেন আগুয়েরো

হৃদরোগে আক্রান্ত হওয়ায় ফুটবল মাঠ থেকে দূরে আছেন সার্জিও আগুয়েরো। গত অক্টোবরে আলাভাসের বিপক্ষে লা লিগার ম্যাচ চলাকালে শ্বাসকষ্ট নিয়ে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। পরীক্ষা-নিরীক্ষার পর আগুয়েরোর হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা। সেই সঙ্গে জানা যায়, অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। 

বান্ধবীকে নিয়ে সময়টা ভালোই কাটছে আগুয়েরোরএ ঘটনার পর থেকেই ছুটিতে আছেন আগুয়েরো। আর্জেন্টিনা ও বার্সেলোনার কাছ থেকেও সেরে ওঠার জন্য পেয়েছেন ছুটি। স্বাস্থ্যজনিত এই ছুটিতে নিজেকে চাঙা করতে এবার বান্ধবীসহ দুবাইয়ে উড়াল দিয়েছেন সাবেক এই ম্যানচেস্টার সিটি তারকা। 

দুবাইয়ে সাবেক সতীর্থ পাবলো জাবালেতার সঙ্গেও দেখা করেছেন আগুয়েরোদুবাইয়ে অবশ্য শুধু আনন্দফুর্তিই করছেন না আগুয়েরো, স্বাস্থ্য ঠিক রাখতে জিমে গিয়ে ব্যায়ামও করছেন। দুবাইয়ে আগুয়েরোর এই ভ্রমণবৃত্তান্তের খবর নিয়মিত ছবি ও ভিডিও আপলোড করে জানাচ্ছেন তাঁর সফরসঙ্গী ও বান্ধবী সোফিয়া কালজেত্তি। 

ভ্রমণের একপর্যায়ে আগুয়েরো দেখা করেছেন সাবেক আর্জেন্টাইন ও ম্যানসিটির সতীর্থ পাবলো জাবালেতার সঙ্গেও। দুজনকে একসঙ্গে রেস্টুরেন্টে খেতেও দেখা গেছে। 

রিয়ালে যাওয়া নিয়ে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার বার্তা

হামজার লেস্টার ছেড়ে যাচ্ছেন ভার্ডি

দেশে হামজার অভিষেক ম্যাচের টিকিট নিয়ে হতে পারে কাড়াকাড়ি

পিছিয়ে গেল সাফ, তাহলে কবে হচ্ছে

ফিফা থেকে তাহলে কড়া শাস্তি পাচ্ছেন ভিনি

এবারের ফাইনালে বার্সাকে দেখে নেওয়ার হুমকি রিয়ালের

কটূক্তির শিকার হলে ফুটবলারদের পাশে থাকবে বাফুফে

জানা গেল আবাহনী-বসুন্ধরার অমীমাংসিত ফাইনালের সূচি

ফাহামিদুলকে দলে নিতে বলেছে বাফুফে, কোচ কী বলছেন

চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে বার্সেলোনা