Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

রোনালদোর আয় ৩০৩৫ কোটি, মেসির ১৫৮৪ কোটি টাকা 

ক্রীড়া ডেস্ক

রোনালদোর আয় ৩০৩৫ কোটি, মেসির ১৫৮৪ কোটি টাকা 

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি—দুজনেই ইউরোপ ছেড়ে চলে গেছেন অনেক আগেই। তবু তাঁদের মধ্যে এখনো চলছে নানা প্রতিযোগিতা। সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদদের তালিকায় দেখা যায়, মেসির প্রায় দ্বিগুণ আয় করেন রোনালদো। রোনালদোর আয় ৩০০০ কোটি টাকারও বেশি। 

সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদদের নিয়ে একটি তালিকা আজ প্রকাশ করেছে ফোর্বস। তালিকাটা করা হয়েছে গত ১ বছরের হিসাব করে। ২০৫ মিলিয়ন পাউন্ড আয় করে এই তালিকায় শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলাদেশি মুদ্রায় রোনালদোর আয় ৩০৩৫ কোটি ৮৫ লাখ টাকা। আল নাসর থেকে বছরে পর্তুগিজ তারকা বেতন পান ১৫৭ মিলিয়ন পাউন্ড। বিজ্ঞাপন ও স্পনসরশিপদের সঙ্গে চুক্তি বাবদ আরও ৪৮ মিলিয়ন পাউন্ড আয় করেন রোনালদো। রোনালদোর প্রতিদ্বন্দ্বী মেসি ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদের তালিকায় তিনে। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের আয় ১৫৮৪ কোটি ৭৭ লাখ টাকা। 

রোনালদো ও মেসির মাঝখানে আছেন গল্ফ তারকা জন রাম। রামের আয় ২৫৪৭ কোটি ১৬ লাখ টাকা। মেসির সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এই তালিকায় আছেন ছয়ে। এমবাপ্পে বছরে আয় করেন ১২৮৯ কোটি ৬৪ লাখ টাকা। ফরাসি ফরোয়ার্ড কদিন আগেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে তাঁর যাওয়ার কথা। এমবাপ্পের ঠিক পরেই সাতে থাকা নেইমারের আয় ১২৬০ কোটি টাকা। বর্তমানে নেইমার খেলছেন আল হিলালে। যদিও চোটে পড়ায় সৌদি ক্লাবটির হয়ে তেমন খেলার সুযোগ হয়নি তাঁর। মেসি-এমবাপ্পে-নেইমারত্রয়ী একসঙ্গেও পিএসজিতে খেলেছেন। 
 

ফোর্বস অনুযায়ী সর্বোচ্চ আয় করা সেরা ১০ ক্রীড়াবিদ
                                                          আয় (বাংলাদেশি টাকা) 
ক্রিস্টিয়ানো রোনালদো                                ৩০৩৫ কোটি ৮৫ লাখ
জন রাম (গলফ)                                       ২৫৪৭ কোটি ১৬ লাখ
লিওনেল মেসি                                          ১৫৮৪ কোটি ৭৭ লাখ
লেব্রন জেমস (বাস্কেটবল)                              ১৪৯৬ কোটি ২২ লাখ
জিয়ান্নিস আনতেতোকুনপো (বাস্কেটবল)             ১৩০৩ কোটি ৩৬ লাখ
কিলিয়ান এমবাপ্পে                                      ১২৮৯ কোটি ৬৪ লাখ 
নেইমার                                                   ১২৬০ কোটি 
বেনজেমা                                               ১২৪৫ কোটি ২১ লাখ 
স্টেফ কারি (বাস্কেটবল)                              ১২০০ কোটি ৬১ লাখ
ল্যামার জ্যাকসন (বক্সিং)                            ১১৭১ কোটি ৪৯ লাখ

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক