হোম > খেলা > ফুটবল

দুইবার দেউলিয়া হওয়া দলটিই ২১ বছর পর ফিরল সিরি আয় 

ক্রীড়া ডেস্ক

কোমো ১৯০৭—শীর্ষ লিগের ফুটবলে এক প্রকার বিস্মৃতই হয়ে পড়েছিল দলটি। সেই ২০০৩ সালে ইতালির শীর্ষ লিগ সিরি আ থেকে অবনমন হয়েছিল তাদের। এরপর কত চড়াই-উতরাই পেরোতে হলো। মাঝখানে দুইবার দেউলিয়া হয়ে পড়েছিল। কখনো সিরি বি (দ্বিতীয় বিভাগ), কখনো সিরি সি (তৃতীয়), কখনো সিরি ডি (চতুর্থ বিভাগ)—টানা ২১ বছর এভাবে ঘুরপাক খেয়ে অবশেষে সিরি আয় ফিরেছে কোমো। 

গতকাল ঘরের মাঠে কোসেঞ্জার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সিরি বি থেকে রানার্সআপ হয়ে শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করেছে ইতালির উত্তরাঞ্চল লোম্বারডির দলটি। শেষ রাউন্ডে যদি স্পেজিয়ার বিপক্ষে ভেনেজিয়া জিতত আর কোমো হেরে যেত তবে এবারও লিগে ফেরা হতো না তাদের। কারণ, গোল ব্যবধানে ভেনেজিয়া এগিয়ে ছিল কোমোর চেয়ে। 

তবে কোমোর ভাগ্য ভালো। পিছিয়ে পড়েও ড্র করেছে তারা। আর হেরেছে ভেনেজিয়া। তবে ৭৩ পয়েন্ট নিয়ে সিরি বিতে তিনে থাকা ক্লাবটির সিরি আয় ফেরার আশা এখনো রয়েছে। সেক্ষেত্রে ভেনেজিয়াকে খেলতে হবে প্লে অফ। ৬৭ পয়েন্ট নিয়ে চারে থাকা ক্রিমোনেসের চেয়ে যদি ১৪ পয়েন্ট এগিয়ে থাকত তবে সরাসরি শীর্ষ লিগে ফিরতে পারত তারা। 

ইতালির ফুটবলের নিয়ম অনুযায়ী, সিরি বি থেকে শীর্ষ দুই দল সরাসরি সিরি আয় ফেরে। আর তিনে থাকা দলটি যদি চারে থাকা দলের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে থাকে তবে তাদের আর প্লে অফে খেলতে হয় না, সরাসরি তারাও সিরি আয় উঠে আসে। 

দ্বিতীয় বিভাগ থেকে এ মাসের শুরুতে সবার আগে শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করে পার্মা। ৩৮ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে এ মৌসুমের সিরি বি শেষ করল ক্লাবটি। কোমোর পয়েন্ট সমান ম্যাচে ৭৩। 

কোমো প্রতিষ্ঠিত হয় ১৯০৭ সালে। নামের সঙ্গেও প্রতিষ্ঠাকালীন সাল রেখে দিয়েছে তারা। ১১৭ বছরের পুরোনো ক্লাবটি গত দুই দশকের মধ্যে দুইবার দেওলিয়া হয়। আর্থিক সংকটের কারণে সিরি ডি থেকে সিরি বি—এভাবেই কাটছিল তাদের। ক্লাবটির কপাল খুলে ২০১৯ সালের এপ্রিলে। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ও বিনোদন কোম্পানি ‘সেন্ট এন্টারটেইনমেন্ট’-এর কাছে হস্তান্তর হয় কোমোর মালিকানা। এর এক মাসের একটু বেশি পর সিরি ডিতে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় তারা। ৩৪ ম্যাচে ২৮ জয়ে উঠে আসে তৃতীয় বিভাগে। সেবার তারা হেরেছিল মাত্র ১ ম্যাচ। 

কোমো ২০১৯-২০ মৌসুমের সিরি সি শেষ করে ১২ তম স্থানে থেকে। তবে পরের মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে সিরি বিতে। গত তিন মৌসুমে সেখান লড়াই করে এবার শীর্ষ লিগের টিকিট পেল তারা।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন