হোম > খেলা > ফুটবল

নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রোনালদোর

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। ৩৬ বছর বয়সেও রোনালদো যেভাবে একের পর এক রেকর্ড গড়ছেন, তা অবিশ্বাস্য! নিজেকে আর নতুন করে প্রমাণের কিছু বাকি নেই এই পর্তুগিজ উইঙ্গারের। এখন লক্ষ্য শুধু নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া। আজ বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল শুরু করছে শিরোপা ধরে রাখার মিশন। আর এই ম্যাচে রোনালদোর সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।

২০০৪ সালের ১২ জুন গ্রিসের বিপক্ষে ২০ বছর বয়সে ইউরোতে অভিষেক হয় রোনালদোর। এখন পর্যন্ত খেলে ফেলেছেন চার-চারটি ইউরো। রোনালদোসহ ১৭ জন খেলোয়াড় খেলেছেন চারটি ইউরো। আজ মাঠে নামলেই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন, প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ইউরো খেলার রেকর্ড করবেন সি আর সেভেন।

২০০৪ সালে ইউরোর প্রথম ম্যাচেই গোল করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচে ৯ গোল করে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। আজ গোল করলেই ইউরোতে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনালদো।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে নয়টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেননি পর্তুগিজ তারকা। রোনালদো তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ ৭টি করে গোল করেছেন লিথুয়ানিয়া ও সুইডেনের বিপক্ষে। হাঙ্গেরির বিপক্ষে এখন পর্যন্ত করেছেন ৪টি গোল। আজ ৪ গোল করলে হাঙ্গেরির বিপক্ষে গোল হবে ৮টি, এটি তাঁর ক্যারিয়ারে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ গোল। একই সঙ্গে রোনালদোর এক ইউরো মৌসুমে সর্বোচ্চ গোলও হয়ে যাবে। যেখানে ২০১২ সালে ৩ গোল করেছিলেন সিআর সেভেন।

২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত চার ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন রোনালদো। ২০০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি পর্তুগিজ উইঙ্গারের। আর প্রত্যেক মৌসুমের মূলপর্বে রোনালদো গোল করেছেন। আজকের ম্যাচে গোল করলে ফুটবলার হিসেবে পাঁচ মৌসুমের মূল পর্বে গোল করা একমাত্র গোলদাতা হবেন সি আর সেভেন।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল