হোম > খেলা > ফুটবল

ফিরেই জয় ইউনাইটেডের, আবারও পেনাল্টি রুখে দিলেন এমি

৫২ থেকে ৬০—এই ৮ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে বড় জয় পেয়েছে টটেনহাম। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার ম্যাচে স্পার্সরা আজ পিছিয়ে পড়েও হারিয়েছে ওয়েস্ট হামকে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে হার থেকে বেঁচেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে পড়েও জিতেছে রেড ডেভিলরা। 

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তেই গোল খেয়ে বসে ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই মার্কাস রাশফোর্ডের লম্বা করে বাড়ানো বলে দারুণভাবে জাল খুঁজে নেন আলেহান্দ্রো গারনাচো। ৬২ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্টে দর্শনীয় গোলে রেড ডেভিলদের ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হয়লুন্দ। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল এরিক টেন হাগের দল। 

ম্যাচটিতে ব্রেন্টফোর্ড মিডফিল্ডার কেভিন শাদের হাঁটুতে লেগে মাথা ফাটে মাথ্যিয়াস ডি লিটের। তারপরও পুরো ম্যাচ খেলে গেছেন ইউনাইটেড ডিফেন্ডার। আরেক ম্যাচে ‘বাজপাখি’ এমি মার্তিনেজের নৈপুণ্যে ফুলহামের বিপক্ষে তাদের মাঠে পিছিয়ে পড়েও ৪-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। ম্যাচটিতে ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় ২৭ মিনিটে আন্দ্রেস পেরেইরার পেনাল্টি রুখে দেন আর্জন্টাইন গোলরক্ষক। তবে রোমাঞ্চ ছড়িয়েছে সেন্ট ম্যারি স্টেডিয়ামে। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলে জিতেছে লেস্টার সিটি।

আন্তর্জাতিক বিরতিতে থেকে ফেরার ম্যাচে বুন্দেসলিগায় নিজেদের মাঠ বেঅ্যারেনায় পিছিয়ে পড়েও এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন। ঘরের সমর্থকদের সামনে সমান ব্যবধানে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ডও।

ইউরোপীয় ফুটবল
ম্যানইউ ২:১ ব্রেন্টফোর্ড
টটেনহাম ৪:১ ওয়েস্ট হাম
লেভারকুসেন ২:১ ফ্রাঙ্কফুর্ট
ডর্টমুন্ড ২:১ পাওলি

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি