Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

লাইপজিগ থেকে বার্সেলোনায় ফিরলেন ওলমো

ক্রীড়া ডেস্ক

লাইপজিগ থেকে বার্সেলোনায় ফিরলেন ওলমো

লাইপজিগ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন দানি ওলমো। আজ ৬০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ তারকার সঙ্গে চুক্তি করেছে কাতালান জায়ান্টরা।

ওলমোর সঙ্গে বার্সার চুক্তি হয়েছে ৬ বছরের। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত লা লিগার ক্লাবটিতে থাকবেন তিনি। এ নিয়ে বার্সা এক বিবৃতিতে বলেছে, ‘এই খেলোয়াড় (ওলমো) পরের ৬ বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন।’

গত মাসে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে স্পেন। স্প্যানিশদের এক যুগ পর ইউরোর মুকুট উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওলমো। ফাইনালে শেষ মুহূর্তে গোলপোস্টের ক্রস লাইনে দাঁড়িয়ে দারুণ হেডে বল ফিরিয়ে ইংলিশদের সমতায় ফিরতে দেননি এই প্লেমেকার।

৩ গোল করে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে ইউরো শেষ করেন ওলমো। স্পেনও গড়ে টানা চারবার এই মহাদেশীয় শিরোপা জয়ের রেকর্ড। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে ক্রোয়েশিয়ার ডিনামো জাগরেবের হয়ে। তবে তার আগে বার্সেলোনা যুব দলে ছিলেন তিনি। লা মাসিয়া থেকে উঠে এলেও বার্সার মূল দলে খেলার সুযোগটা এবারই প্রথম পেতে যাচ্ছেন ওলমো।

 ২০২০ সালে লাইপজিগে যোগ দেন ওলমো। জার্মান ক্লাবটির হয়ে দুটি জার্মান কাপ জিতেছেন তিনি। ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা জয়ের সাক্ষী তিনি। লাইপজিগকে বিদায়বার্তায় ওলমো নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধন্যবাদ আরবি লাইপজিগ, তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে।’

বার্সার মাঝমাঠে তিনি সতীর্থ হিসেবে পাবেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ইলকায় গুন্দোয়ান, পেদ্রি ও গাবিকে। শেষ দুজন অবশ্য চোটে রয়েছেন। কাতালান জায়ান্টরা আগামী লা লিগা মৌসুম শুরু করবে ১৭ আগস্ট, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক