ক্রীড়া ডেস্ক
হ্যাক হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।
সেই বিজ্ঞপ্তিতে লেখা, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিশিয়াল পেজটি হ্যাক হয়েছে। পেজটি ফিরে পেতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’
বাংলাদেশের নারী ও পুরুষ জাতীয় দলের সব খবরের আপডেট দিতে গত ফেব্রুয়ারিতে পেজটি চালু করে বাফুফে। অবশ্য পেজটি ভেরিফায়েড নয় এখনো।
বছর কয়েক আগে হ্যাক হয়েছিল বাফুফের ভেরিফায়েড ফেসবুক পেজটিও। পরে তা উদ্ধার করা হয়।