ক্রীড়া ডেস্ক
এবারের বিশ্বকাপে কোচের চাকরি চলে যাওয়ার ঘটনা যেন খুবই সাধারণ ব্যাপার। দল নকআউট পর্ব থেকে বাদ পড়ার সঙ্গে সঙ্গেই কোচের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। দলটির সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে সান্তোসের।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) গতকাল এক বিবৃতিতে জানিয়েছে এ খবর। সান্তোসের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এফপিএফ বলেছে, ‘২০১৪ সালের সেপ্টেম্বরে যে পথচলা শুরু হয়েছিল, সেই সফল পথচলা শেষ হলো অবশেষে। পর্তুগালের ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ শেষে এফপিএফ ও ফার্নান্দো সান্তোস, দুই পক্ষই বুঝতে পেরেছে নতুন করে সবকিছু শুরু করার এখনই সময়। আমরা এখন নতুন কোচ বেছে নেওয়ার জন্য কাজ শুরু করব।’
সান্তোসের শেষ সময়টা অবশ্য ভালো কাটেনি। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল দুই ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মূল একাদশ সাজিয়েছিলেন তিনি। রোনালদোকে বদলি খেলোয়াড় হিসেবে নামানোয় অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল তাকে। এমন ঘটনাই কি সান্তোসের সঙ্গে পর্তুগালের বিচ্ছেদের কারণ, সে ব্যাপারে বিদায়ী কোচ কিছু বলেননি। তবে তেমন কিছুরই ইঙ্গিত করেছেন সান্তোস। পর্তুগিজ কোচ বলেন, ‘আপনি যখন কোনো দল চালাবেন, কঠিন কিছু সিদ্ধান্ত নিতেই হবে। এটা স্বাভাবিক যে আমার সিদ্ধান্তে সবাই খুশি হয়নি। দলের জন্য ভালো হবে এমন সিদ্ধান্তই আমি নিচ্ছিলাম।’
২০১৪-এর ২৩ সেপ্টেম্বর পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন সান্তোস। দীর্ঘ আট বছরে তাঁর অধীনে পর্তুগাল খেলেছিল ১০৯ ম্যাচ। জিতেছে ৬৮ ম্যাচ, ড্র ২১ ম্যাচ এবং ২০ ম্যাচ হেরেছিল।