Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

জাভির জাদুতে ৪ বছর পর বার্সার ঘরে শিরোপা

ক্রীড়া ডেস্ক

জাভির জাদুতে ৪ বছর পর বার্সার ঘরে শিরোপা

জাভি হার্নান্দেজ বার্সেলোনার কোচ হওয়ার পরই যেন বদলে যেতে শুরু করেছে। দারুণ ছন্দে থাকা বার্সা গতকাল জিতেছে ২০২২-২৩ মৌসুমের লা লিগা। কাতালানদের এই শিরোপা এসেছে চার বছর পর। চার বছর পর শিরোপা তা-ই জাভির কাছে অসাধারণ।

স্টেডি কর্নেলা এল প্রাতে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। শিরোপা জিততে মরিয়া বার্সা শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। যেখানে ১১ ও ৪০ মিনিটে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। আলেহান্দ্রো বালদে গোল করেন ২০ মিনিটে এবং ৫৩ মিনিটে গোল করেন জুলস কুন্দে। এরপর ৭৩ মিনিট ও ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে এস্পানিওল দুই গোল করলেও তা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে চার ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ৪ বছর পর বার্সার শিরোপা জয়ে উচ্ছ্বসিত জাভি বলেন, ‘দুর্দান্ত জয়ে আমরা লা লিগা জিতেছি। এটা দারুণ অনুভূতি। ডার্বিতে জিতে আমরা লা লিগা জিতেছি, যা সাধারণ কোনো ব্যাপার নয়। ১০ মাসের কঠোর পরিশ্রম ও সাধনার ফল এটি। ভক্তদের ও ক্লাবের এই শিরোপা প্রাপ্য।’

লা-লিগায় এই নিয়ে ২৭তম শিরোপা জিতল বার্সা, যা লা লিগার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৫ বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমের লা লিগা জিতেছিল রিয়াল।

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার