সালাহর পেনাল্টি মিসে হারল লিভারপুল

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ২১: ০৭

এই জয় তো এই হার—চলতি মৌসুমে এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছে লিভারপুল। তবে গত ম্যাচে নিজেদের মাঠ অ্যানফিল্ডে নর্থওয়েস্ট ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল অলরেডরা।

সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন মোহামেদ সালাহ। কিন্তু এক ম্যাচ পর ফের উল্টো পথে লিভারপুল। এবার সালাহই করে বসলেন এক হাস্যকর ভুল। উড়তে থাকা ইউর্গেন ক্লপের শিষ্যরাও পড়ল মুখ থুবড়ে। বোর্নমাউথের বিপক্ষে তাদেরই মাঠে ১-০ গোলে হেরে বসেছে লিভারপুল।

 ৬৮ মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হোন সালাহ। দিয়েগো জোতার শট ডি বক্সের ভেতর বোর্নমাউথ ডিফেন্ডার অ্যাডাম স্মিথের হাতে লাগে। ভিএআর দেখে অলরেডদের পেনাল্টি উপহার দেন রেফারি। কিন্তু সালাহর স্পট কিক চলে যায় গোলপোস্টের অনেক বাইরে দিয়ে। এর আগে ২৮ মিনিটে ফিলিপ বিলিংয়ের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল।

এই জয়ে প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এসে ১৬ তম স্থানে জায়গা করে নিয়েছে বোর্নমাউথ। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। লিগে পাঁচ ম্যাচ পর হারল তারা। যার মধ্যে ছিল চার জয়।

লাল কার্ড হজমের পর ভিনির রহস্যময় পোস্ট

কিংসের বড় জয়ের দিনে আবাহনীর হোঁচট

ব্যালন ডি’অর নিয়ে রোনালদোকে ধুয়ে দিলেন রদ্রি

শর্ত ভাঙলেই এম এ আজিজ স্টেডিয়ামের লিজ বাতিল