হোম > খেলা > ফুটবল

বার্সা যথেষ্ট উন্নতি করেনি, বলছেন জাভি 

এগিয়ে থেকে হেরে গেলে কোনো দলের হতাশ হওয়াই স্বাভাবিক। ওল্ড ট্রাফোর্ডে গতকাল ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একইরকম ঘটনা ঘটেছে বার্সেলোনার সঙ্গে। বার্সা কোচ জাভি তাই মনে করেন, দলের আরও উন্নতির জায়গা রয়েছে।

গত সপ্তাহে ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২-২ গোলে ড্র হওয়ায় ওল্ড ট্রাফোর্ডে গতকাল দ্বিতীয় লেগের ম্যাচ হয়ে যায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার নির্ধারণী ম্যাচ। ১৮ মিনিটে পেনাল্টিতে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন রবার্ট লেভানডফস্কি। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধে দুই ব্রাজিলিয়ানের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৪৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন ফ্রেড। আর ৭৩ মিনিটে গোল করেন ব্রাজিলের রাইট উইঙ্গার আন্তোনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে শেষ আটে পৌঁছে যায় রেড ডেভিলরা।

এগিয়ে থেকে হেরে যাওয়ায় তাই হতাশ জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘আমরা উন্নতি করেছি। তবে তা যথেষ্ট ছিল না। আবারও আমরা চেষ্টা করব। ইউরোপে আরও উন্নতি করতে এবং প্রতিযোগিতামূলক হওয়ার চেষ্টা করব আমরা।’

গত বছরের ২৬ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকেছিল বার্সা। গতকাল ওল্ড ট্রাফোর্ডে বার্সার অপরাজেয় থাকার দৌড় থামিয়ে দেয় ম্যান ইউ। হেরেও জাভির মতে মৌসুমটা ভালো কেটেছে কাতালানদের। বার্সা কোচ বলেন, ‘গত মৌসুমের চেয়ে আমরা ভালো খেলেছি। এই সময়ে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলেছি। এরা খুবই শক্তিশালী দল।’

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি