হোম > খেলা > ফুটবল

ইনস্টাগ্রামে বার্সাকে হারিয়ে দিল রিয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকা

মাঠের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা দুই ক্লাবকেই পেছনে ফেলে সর্বশেষ মৌসুমে লা-লিগার শিরোপা গেছে অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরে। মৌসুমবিরতিতে তাই মাঠের লড়াই হওয়ার কথা নয়। লড়াইটা আসলে মাঠের বাইরে, সেখানে বার্সাকে টপকেছে রিয়াল।

বার্সা-রিয়াল এই দুই স্প্যানিশ জায়ান্টকে নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। দিনে দিনে ভক্ত-সমর্থকদের সঙ্গে সেতুবন্ধের মাধ্যম হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেরই একটি অনুষঙ্গ ইনস্টাগ্রামে বার্সাকে হারিয়ে প্রথম হয়েছে রিয়াল। খেলার জগতে কোনো প্রতিষ্ঠানের ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন বা ১০ কোটি অনুসারী ছিল না এত দিন। বিশ্বের প্রথম খেলাধুলার ফ্র্যাঞ্চাইজি হিসেবে ১০০ মিলিয়ন অনুসারীর সংখ্যা ছুঁয়েছে রিয়াল। কাছাকাছি ছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা। কাতালানদের ফলোয়ারের সংখ্যা এখন ৯৭ দশমিক ৮ মিলিয়ন। 

ফেসবুকেও খেলাধুলার প্রথম প্রতিষ্ঠান হিসেবে ১০০ মিলিয়ন অনুসারী ছুঁয়েছিল রিয়াল। ২০১৭ সালের আগস্টে এই মাইলফলক স্পর্শ করে স্প্যানিশ ক্লাবটি। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে এখন তাদের অনুসারী ১১১ মিলিয়ন। টুইটারে ক্লাবটির অনুসারীর সংখ্যা ৩৭ দশমিক ৬ মিলিয়ন। 

ইনস্টাগ্রামে খবরটি সমর্থকদের জানিয়ে রিয়াল কর্তৃপক্ষ লিখেছে, 'আমরা ইতিহাস গড়তে কখনোই পিছিয়ে থাকব না।' এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘সর্বশেষ মাইলফলকটি আমাদের ধারাবাহিক এগিয়ে যাওয়া এবং বিশ্বব্যাপী আমাদের ক্লাবের জনপ্রিয়তারই প্রমাণ দেয়।’

ক্লাবের সঙ্গে থাকায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে রিয়াল। বিবৃতিতে তারা আরও লিখেছে, ‘ক্লাবের প্রতি বিশ্বাস রাখায় আপনাদের ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আমাদের ডিজিটাল মাধ্যমে কাজ করে যাচ্ছি। আমাদের এই চেষ্টাটাই সমর্থক ও ক্লাবের সমৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করি।’ 

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন