হোম > খেলা > ফুটবল

মৃত্যুকূপে পিএসজি, সহজ গ্রুপে চ্যাম্পিয়ন সিটি

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের গত আসরের ড্রয়ে মৃত্যুকূপে পড়েছিল বার্সেলোনা। সেই মৃত্যুকূপ পার হওয়া হয়নি স্প্যানিশ জায়ান্টদের। টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায়ে বার্সার ঠাঁই হয়েছিল ইউরোপা লিগে। 

তবে এবার অপেক্ষাকৃত সহজ গ্রুপ পড়েছে জাভির দল। ‘এইচ’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ পোর্তো, শাখতার দোনেৎস্ক ও বেলজিয়ামের রয়্যাল অ্যান্টওয়ার্প। শীর্ষ পাঁচ লিগের চ্যাম্পিয়নদের মধ্যে পট-১ এ ছিল ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, নাপোলি, বায়ার্ন মিউনিখ ও পিএসজি। তাদের সঙ্গে ছিল পর্তুগাল প্রিমেইরা লিগ চ্যাম্পিয়ন বেনফিকা ও ডাচ চ্যাম্পিয়ন ফেইনুর্দ। গত মৌসুমে লিগ জেতায় এবার সহজ গ্রুপে পড়েছে বার্সা।

গত মৌসুমে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতছে ম্যানচেস্টার সিটি। এবার সিটিজেনরা পড়েছে ‘জি’ গ্রুপে। তাদের বাকি তিন প্রতিপক্ষ আরবি লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড ও ইয়ং বয়েজ। রানার্স আপ ইন্টার ‘ডি’ গ্রুপে পেয়েছে বেনফিকা, আরবি সালজবার্গ ও রিয়াল সোসিয়েদাদকে। 

এবারের ‘ডেথ গ্রুপ’ বলা যেতে পারে ‘এফ’ গ্রুপকে। যেখানে লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছে দুই জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড ও এসি মিলানকে। সঙ্গে প্রিমিয়ার লিগের নতুন জায়ান্ট হয়ে ওঠা নিউক্যাসল ইউনাইটেড। 

আজ রাতে ফ্রান্সের মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ২০২৩/২৪ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। রাতে পুরুষ ও নারী ফুটবলে উয়েফার বর্ষসেরাও ঘোষণা করা হবে। সঙ্গে বর্ষসেরা কোচও।

গ্রুপ এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন ও গ্যালাতাসারাই। 

গ্রুপ বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি আইন্দোফেন ও লাঁস। 

গ্রুপ সি: নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন। 

গ্রুপ ডি: বেনফিকা, ইন্টার মিলান, আরবি সালজবার্গ ও রিয়াল সোসিয়েদাদ। 

গ্রুপ ই: ফেইনুর্দ, আতলেতিকো মাদ্রিদ, লাৎসিও ও সেল্টিক। 

গ্রুপ এফ: পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও নিউক্যাসল। 

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, আরবি লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড ও ইয়ং বয়েজ। 

গ্রুপ এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক ও রয়্যাল অ্যান্টওয়ার্প।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন