হোম > খেলা > ফুটবল

বায়ার্নের রেকর্ড দামে কেইনকে ছাড়তে রাজি টটেনহাম

ক্রীড়া ডেস্ক

কালীপ্রসন্ন ঘোষ বাঙালি সাহিত্যিক হওয়ায় তাঁর ‘পারিব না’ কবিতাটি পড়ার সম্ভাবনা খুব কম বায়ার্ন মিউনিখের কর্তা ব্যক্তিদের। জার্মান ক্লাবের কর্মকর্তারা না পড়ে থাকলেও বাংলাদেশে জন্ম হওয়া এই সাহিত্যিকের কবিতার মতোই যেন পণ করেছেন হ্যারি কেইনকে কিনেই ছাড়বেন তাঁরা। 

‘পারিব না’ কবিতার একটি লাইন হচ্ছে—একবার না পারিলে দেখ শতবার। ঘোষ বুঝাতে চেয়েছেন সফল হওয়ার জন্য যেন শতবার চেষ্টা করা হয়। তবে বায়ার্নকে শতবার চেষ্টা করতে হয়নি, চতুর্থবারেই সফল হয়েছে। এর আগে তিনবার প্রস্তাব দিয়েও কেইনের ক্লাব টটেনহামকে রাজি করাতে পারেনি তারা। অবশেষে ১ হাজার ২০৮ কোটি ১৯ লাখ টাকার প্রস্তাব দিয়ে রাজি করিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। 

টটেনহামের রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। এখন কেইন রাজি থাকলেই চলবে। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য আগে থেকেই বায়ার্নে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে জার্মান ক্লাবের হয়ে তিনি সর্বোচ্চ দামি খেলোয়াড় হবেন। ৯৬৫ কোটি ৪২ লাখ টাকায় বর্তমানে লুকাস হার্নান্দেজ সবচেয়ে দামি খেলোয়াড়। 

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নতুন মৌসুম শুরুর আগে বায়ার্নের দেওয়া প্রস্তাবের সমাধান চেয়েছিলেন কেইন। তাঁর চাওয়াতেই টটেনহাম–বায়ার্ন এত দিন দর–কষাকষি করেছে। আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হবেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার। নতুন চুক্তি না করায় তাঁকে ইংলিশ ক্লাব বিক্রি করতে চায় এ মৌসুমেই। সবার চাওয়া আজ এক জায়গা মিলেছে। 

২০১১ সাল থেকে টটেনহামে খেলা কেইন ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ২৮০ গোলের মালিক তিনি। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে দেওয়ার পথে তিনি। ২১৩ গোলে আছেন দুইয়ে। ২৬০ গোলে শীর্ষে আছেন ইংল্যান্ড কিংবদন্তি অ্যালেন শিয়েরার। ক্লাবটির হয়ে সর্বশেষ ৯ মৌসুমেই অন্তত ২৫টি করে গোল করেছেন। তার ফলস্বরূপ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন তিনবার। কিন্তু একবারের জন্যও প্রিমিয়ার লিগ জিততে পারেননি তিনি। তাঁর না পাওয়ার এই আক্ষেপ এবার বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে ঘুচানোর সুযোগ পাচ্ছেন।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন